Skip to content

বদলেছে ‘সেন্ট্রাল ভিস্তা’র দৃশ্য, নেতাজি মূর্তির স্থাপনের পাশাপাশি চারিদিকে শুধুই সবুজ আর সবুজ

    img 20220910 005000

    সম্পূর্ণ হল ‘সেন্ট্রাল ভিস্তা’ (central vista) প্রকল্পের একটি অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৮ ই সেপ্টেম্বর ২০২২ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Subhas Chandra Bose) মূর্তি উন্মোচন করলেন। এই সময় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল এই স্থানে।

    গ্রানাইট দিয়ে তৈরি নেতাজি সুভাষ চন্দ্র বসুর এই মূর্তিটি ২৮ ফুট উঁচু এবং এর ওজন 65 মেট্রিক টন। গত 23 শে জানুয়ারী, পরক্রম দিবসে, প্রধানমন্ত্রী যে স্থানে নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করেছিলেন, এদিন সেখানেই এই গ্রানাইটের মূর্তি উন্মোচিত করা হল। সেইসঙ্গে রাজপথের নাম পরিবর্তন করে রাখা হল ‘দত্তব্য পথ”। ইন্ডিয়া গেটকে রাষ্ট্রপতি ভবনের সাথে সংযুক্ত করেছে এই পথ। দুই পাশে সবুজ লন পরিবেষ্টিত পথে 15.5 কিলোমিটার দীর্ঘ লাল গ্রানাইট পাথরের পেডেস্টাল সেখানকার সৌন্দর্য্য আরও বাড়িয়ে দিয়েছে।

    img 20220910 005015

    এই লেকটি প্রায় 3.20 কিলোমিটার দীর্ঘ ডিউটি ​​পথের পাশে প্রায় 19 একর জমিতে তৈরি করা হয়েছে। যাকে র্নির্মাণ করা হয়েছে এবং জাঁকজমক দেওয়া হয়েছে। সেইসঙ্গে সৌন্দর্য ও সুবিধার জন্য এর উপরে ১৬ টি সেতুও নির্মান করার পাশপাশি জলপ্রপাতও তৈরি করা হয়েছে। পাশাপাশি সড়কের দুই পাশে স্টলও বসানো হয়েছে,পাওয়া  যাবে স্থানীয় খাবার এবং পণ্যও। এই স্টলগুলোর CPWD 5 টি জোন তৈরি করে এবং প্রতিটি জোনের জন্য 40 জন বিক্রেতা নির্ধারণ করা হয়েছে।

    img 20220910 005034

    img 20220910 005051

    পার্কিং লটে 1,126টি গাড়ি পার্ক করার জায়গা করা হয়েছে। আবার ইন্ডিয়া গেটের কাছে পার্কিংয়ে 35 টি বাসও পার্কিং করা যাবে। 3.90 লক্ষ বর্গমিটার জুড়ে শুধু সবুজ আর সবুজ দৃশ্যই দেখা যাচ্ছে চারিপাশে।