Skip to content

ছোট পর্দায় জুটি বাঁধছে ডিঙ্কা-মোহর, ‘এক্কাদোক্কা’র প্রোমো লঞ্চ করতেই ট্রোল শুরু স্যোশাল মিডিয়ায়

    img 20220701 114620

    ছোট পর্দায় আবারও ফিরছে ‘মোহর’ সঙ্গে থাকছে ‘ডিঙ্কা’ও। তবে আলাদা আলাদা ভাবে নয়। এবার একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik) এবং সোনামণি সাহাকে (Sonamoni Saha)। স্টার জলসার নতুন সিরিয়াল ‘এক্কাদোক্কা’র (Ekka Dokka) প্রোমো লঞ্চ করতেই এই নতুন জুটিকে দেখার জন্য উন্মাদনা তৈরি হয়েছে দর্শকমহলে।

    কয়েকদিন ধরেই সিরিয়াল পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল বেশকিছু নতুন সিরিয়াল আসতে চলেছে। তাঁর মধ্যে কয়েকটি শুরু হয়ে গেলেও, কয়েকদিন ধরে একটি নতুন সিরিয়ালের প্রোমো দেখানো হচ্ছে স্টার জলসার পর্দায়। ‘এক্কাদোক্কা’ নামক এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাবে ‘মোহর’ ধারাবাহিকের ‘মোহর’ এবং ‘শ্রীময়ী’ ধারাবাহিকের ‘ডিঙ্কা’কে। এই নতুন জুটিকে ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।

    img 20220701 114635

    বরাবরের মতই লীনা গাঙ্গুলীর ম্যাজিক মোমেন্টসের হাত ধরে আসতে চলেছে এই ধারাবাহিক। আর এই সিরিয়ালের প্রোমো দেখিয়েই বাজিমাৎ করে ফেলেছেন লীনা গাঙ্গুলী। প্রোমোতে দেখানো হয়েছে, একই মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের পড়ুয়া সপ্তর্ষি (Saptarshi Moulik) এবং সোনামণি (Sonamoni Saha)। তাঁদের মধ্যে চরম রেষারেষি। রেজাল্টে সোনামণিকে টপকে সপ্তর্ষি এগিয়ে গেলেও, আবার অন্য দৃশে দেখা যাচ্ছে বৃষ্টির দিনে সোনামণির মাথায় ছাতা ধরছে সপ্তর্ষি। পড়াশুনার জায়গায় টক্কর থাকলেও, ভালোবাসাটা সুপ্ত ভাবেই রয়েছে রাধিকা এবং পোখরাজের মধ্যে।

    এই প্রোমো সিরিয়াল প্রেমী মানুষদের মনে ধরলেও, নেটিজনরা কিন্তু কটাক্ষ করতে বাদ দিলেন না। স্যোশাল মিডিয়ায় কেউ কেউ এই নতুন জুটিকে নিয়ে সাধুবাদ দিলেও, কেউ কেউ লিখেছেন, ‘এই মোহর হল একমাত্র নায়িকা, যে কলেজে এলেই প্রেমে পড়ে যায়’। আবার কেউ লিখেছেন, ‘দয়াকরে এবারে আর নায়ক- নায়িকার তিন চারটে বিয়ে দেখাবেন না’।

    তবে ভালো খারাপ দুরকম কমেন্ট এলেও এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে বেশ উন্মাদনাও রয়েছে। পর্দায় সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik) এবং সোনামণি সাহার (Sonamoni Saha) এই নতুন জুটি দর্শকদের কতোটা আকৃষ্ট করতে পারে, এখন সেটাই দেখার।