Skip to content

রেলে ফিরছে প্রবীণ নাগরিকদের ছাড়! স্যোশাল মিডিয়ায় বিজ্ঞপ্তি ঘিরে হইচই

  img 20220620 182427

  করোনা আবহে বদলেছে দেশের একাধিক নিয়ম কানুন। তার মধ্যে বদেলে রেলের (indian railway) অসংখ্য নিয়ম। চালু হয়েছিল একাধিক স্পেশাল ট্রেন, এমনকি বাতিল হয়েছিল একাধিক পরিষেবাও। যার মধ্যে বয়স্কদের (senior citizen) জন্য রেলের ভাড়ায় ছাড় বন্ধ করে দেওয়ায় শুরু হয়েছিল তর্ক বিতর্ক।

  এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ দেব-এর প্রশ্নের উওর রেলমন্ত্রী লিখিতভাবে জানাতেই শুরু হয় রাজনৈতিক তরজা। তবে এসবের মধ্যে ‘১ লা জুলাই থেকে ফিরছে রেলে ছাড়’ এমন বিজ্ঞপ্তি জারি হতেই হইচই পড়ে যায় সর্বত্র। তবে সেই ছাড় কোন ক্ষেত্রে, তা খোলসা করে বলা হয়নি। যদিও এই বিষয়ে রেলের পক্ষ থেকে এখনও কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি বলেই জানা গিয়েছে।

  করোনা আবহ আসার পূর্বে দেশে ৬০ উর্দ্ধ পুরুষ যাত্রীরা টিকিটের দামে ৪০ শতাংশ ছাড় দেওয়া হত। অন্যদিকে ৫৮ বছরের বেশি বয়সের মহিলারা পেতেন ৫০ শতাংশ ছাড়। কিন্তু করোনার পর থেকে এই ছাড় বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে রেলের প্রতি ক্ষুব্ধ হয়েছেন একাধিক যাত্রীরা।

  বর্তমান সময়ে করোনা আবহ স্বাভাবিক হয়ে যাওয়ায়, সবকিছু যখন আবার আগের পরিস্থিতিতে ফিরছে, এই সময় রেলের প্রবীণ নাগরিকদের (senior citizen) জন্য ছাড়ের নিয়ম আবারও ফিরিয়ে আনার বিষয়ে সোচ্চার হয়েছেন বহু মানুষ। তবে জানানো হয়েছিল, বিশেষভাবে সক্ষম, পড়ুয়া ও রোগীদের ছাড় আগের মতোই থাকছে।

  এসবের মধ্যে পড়ে রেল কর্তৃপক্ষ (indian railway) জানিয়েছিল, এই ভাড়ায় ছাড় দেওয়ার কারণে, রেলের উপর আর্থিক চাপ পড়ছিল। তবে জানা গিয়েছে, নানাদিক থেকে চাপ আসার ফলে, আবারও এই ছাড় ফিরিয়ে আনার বিষয়ে বড় কোন সিদ্ধান্ত নিতে পারে রেল, এমনটা জানা গিয়েছে সূত্র মারফত।