Skip to content

জাতীয় ক্রাশ হয়েও জুটেছিল যৌনকর্মী’র তকমা! চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার আগে এই কাজ করতেন অভিনেত্রী

  img 20221219 153057

  আন্তর্জাতিক ক্র্যাশ হিসেবে পরিচিত দক্ষিণী নায়িকা “রশ্মিকা মান্দানা” (Rashmika Mandana)। বর্তমানে তিনি গোটা দেশে ও দেশের বাইরে বিশেষ আলোচিত। খুবই অল্প কিছুদিন আগেই তার আবির্ভাব ঘটেছে চলচ্চিত্র জগতে। তবে এত কম সময়ের মধ্যেই রশ্মিকা দর্শক মহলে নিজের জাদু সৃষ্টি করেছেন। তার সৌন্দর্য ও অভিনয়ে পাগল করে তুলেছে বর্তমান প্রজন্মকে। এই ইন্টারন্যাশনাল ক্র্যাশ আজ কোটি কোটি তরুণের হৃদয়ের স্পন্দন।

  img 20221219 153237

  ২০১৬ সালে অভিনয় জগতে পা রাখেন রশ্মিকা। তার আগে মডেলিং পেশায় নিজেকে যুক্ত রেখেছিলেন। অভিনেত্রীর জন্ম কোডাগুতে, কিন্তু বড় হয়েছেন কুর্গে। অভিনয় জগতে আসার আগে অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন রশ্মিকা। রিপোর্ট বলছে, টলিউড তোলপাড় করার পর এবার বলিউড কাঁপাতে আসছে এই অভিনেত্রী। আশা করা হচ্ছে খুব শীঘ্রই তাকে বলিউড ছবিতে দেখতে পাবেন দর্শকরা।

  দক্ষিণী এই অভিনেত্রী তেলেগু ও তামিল ইন্ডাস্ট্রির একাধিক ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন। তবে পুষ্পা ছবির পর থেকেই জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছেন রশ্মিকা। কিরিক পার্টি ছবির মধ্যমে অভিনয় জগতে অভিষেক ঘটেছিলো অভিনেত্রীর। এর গীতগোবিন্দম্, দেবদাস, ডিয়ার কমরেডের মত অনেক সুপারহিট ছবিতে তাকে দেখা গেছে। মাত্র কয়েক বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনেত্রী নিজের জায়গা অনেক শীর্ষে গড়ে নিয়েছেন।

  img 20221219 153411

  তবে এত জনপ্রিয়তা ও ভালোবাসার মধ্যে থেকেও সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। নেটমাধ্যমে অভিনেত্রীকে নিয়ে অশ্লীল কটাক্ষের কারণে মানসিক ও শারীরিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন তিনি। একটা সময়ে রশ্মিকাকে মানসিক অবসাদেও ভুগতে হয়েছিল। যদিও সব উপেক্ষা করে অভিনেত্রী তার সাফল্য অর্জনে সক্ষম হয়েছেন।