বর্তমান সময়ে দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে নতুন ধারাবাহিকের (serial) ভিড়। পুরনো যেসকল ধারাবাহিক টিআরপির (trp) দিক থেকে বেশকিছুটা পিছিয়ে পড়েছিল, এবার সেইসকল ধারাবাহিক শেষ করে সেই জায়গায় নিয়ে আসা হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। চেলিভিশনের ক্ষেত্রে টিআরপিই হল প্রধান বিষয়। এক্ষেত্রে টিআরপি কম হলে সেই ধারাবাহিক (serial) শেষ করার দিকেই বেশি ঝুঁকছে ধারাবাহিক নির্মাতারা।
এসবের মধ্যে একগুচ্ছ নতুন ধারাবাহিকের (serial) আগমনের কারণে স্টার জলসার (star jalsa) টাইম স্লটে বদল করা হয়েছে বেশকিছু ধারাবাহিকের টেলিকাস্টের সময়ও। এক নজরে দেখে নিন, আপনার পছন্দের ধারাবাহিক কোন সময়ে দেখানো হবে-
বিক্রম বেতাল- অদ্রিজা রায়, জয় মুখার্জি এবং শুভাশিস মুখার্জি অভিনীত এই নতুন ধারাবাহিক সম্প্রচারিত হবে আগামী ৫ ই সেপ্টেম্বর থেকে প্রতিদিন বিকেল ৫ টায়।
গুড্ডি- বিকেল ৫ টা বেজে ৩০ মিনিট, ভোর ৩ টে বেজে ৩০ মিনিট, সকাল ৮ টা বেজে ৩০ মিনিটে এবং দুপুর ১২ টায়।
নবাব নন্দিনী- সন্ধ্যে ৬ টা, রাত ১১ টা বেজে ৩০ মিনিট, ভোর ৫ টা বেজে ৩০ মিনিট, সকাল ৯ টা বেজে ৩০ মিনিট এবং দুপুর ২ টো।
সাহেবের চিঠি- সন্ধ্যে ৬ টা বেজে ৩০ মিনিট, ভোর ৬ টা বেজে ৩০ মিনিট এবং দুপুর ১ টা।
গাঁট ছড়া- সন্ধ্যে ৭ টা, সকাল ৬ টা, সকাল ১০ টা বেজে ৩০ মিনিট এবং বিকেল ৩ টে।
আলতা ফড়িং- সন্ধ্যে ৭ টা বেজে ৩০ মিনিট, ভোর ৪ টে বেজে ৩০ মিনিট, সকাল ৯ টা এবং দুপুর ২ টো বেজে ৩০ মিনিট।
ধুলোকনা- রাত ৮ টা, রাত ১২ টা বেজে ৩০ মিনিট, সকাল ৭ টা বেজে ৩০ মিনিট এবং বিকেল ৪ টে।
মাধবীলতা- রাত ৮ টা বেজে ৩০ মিনিট, ভোর ৩ টে, সকাল ৮ টা এবং দুপুর সাড়ে ৩ টে।
এক্কাদোক্কা- রাত ৯ টা, দুপুর ২ টো বেজে ৩০ মিনিট, সকাল ১০ টা এবং বিকেল ৪ টে বেজে ৩০ মিনিট।
অনুরাগের ছোঁয়া- রাত ৯ টা বেজে ৩০ মিনিট। ভোর ৫ টা এবং দুপুর ১২ টা বেজে ৩০ মিনিট।
আয় তবে সহচরী- রাত ১০ টা, রাত ১ টা, ভোর ৪ টে এবং সকাল ১১ টা।
গোধূলি আলাপ- রাত ১০ টা বেজে ৩০ মিনিট, রাত ২ টো এবং সকাল ১১ টা বেজে ৩০ মিনিট।
রাধা কৃষ্ণ- রাত ১১ টা, সকাল ৭ টা এবং দুপুর ১ টা বেজে ৩০ মিনিট।
ডান্স ডান্স জুনিয়র সিজন ৩- শনি এবং রবিবার রাত ৯ টা বেজে ৩০ মিনিট এবং সকাল ১১ টা বেজে ৩০ মিনিট।