Skip to content

বলিউডের এই ৪ জন সেলেব্রেটিকে দু চোখে দেখতে পারেন না সঞ্জয় দত্ত, রইল তাদের নাম

  img 20220614 103259

  বলিউড ইন্ডাস্ট্রি তথা গ্ল্যামার ওয়ার্ল্ড, বাইরে থেকে যতটা জমকালো কিন্তু অন্দরে রয়েছে অনেক ফাটল। রুপালি পর্দায় তারকাদের জীবন যতটা ঘনিষ্ট মনে হয়, আদেও তা নয়। তাদের জীবনেও একে ওপরকে নিয়ে অন্তর কলহো লেগেই থাকে। হিন্দি সিনেমা জগতের একজন সুপরিচিত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় ‘সঞ্জয় দত্ত’ (Sanjoy dutt) কে। কঠোর পরিশ্রমের জোরে এই অবস্থানটি অর্জন করেছেন।

  img 20220614 090704

  সঞ্জয় দত্ত জীবনে একাধিক বার নানান বিতর্কে জড়িয়েছেন। তাকে ঘিরে অনেক সমোলোচনা শোনা গেছে। সূত্রের খবর অনুযায়ী, ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা- অভিনেত্রী রয়েছেন যারা মোটেও পছন্দ করেন না সঞ্জয় দত্তকে। এমন কি একসাথে কাজ করতেও অস্বীকার করেন। দেখে নেওয়া যাক এই অপছন্দ করার তালিকায় কোন তারকরা রয়েছেন।

  পদ্মিনী কোলহাপুরী (Padmini Kolhapuri)

  img 20220614 105329

  তালিকার প্রথমেই রয়েছেন পদ্মিনী কোলহাপুরীর নাম। ৮০’এর দশকের এই বিখ্যাত অভিনেত্রী সঞ্জয় দত্তকে একেবারেই পছন্দ করেন না বলে জানা যায়।

  গোবিন্দা (Govinda)

  img 20220614 105133

  একটা সময় ছিল যখন গোবিন্দ এবং সঞ্জয় দত্তের মধ্যে ভাল বন্ধুত্ব ছিল, কিন্তু তাদের একটি বিবাদের অডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছিল। তার পরে এই দু’জনের মধ্যে প্রচুর বিতর্ক এবং ঝামেলার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে তারা একে অপরের মুখ দেখতেও পছন্দ করে না।

  মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)

  img 20220614 105301

  মাধুরী দীক্ষিতকে তার সময়ের এক নম্বর অভিনেত্রী বলা হতো এবং একই সঙ্গে সঞ্জয় দত্তকে অসাধারণ অভিনেতা বলা হতো। কিন্তু সঞ্জয় দত্ত জেলে যাওয়ার পর থেকে মাধুরী দীক্ষিত সঞ্জয় দত্তের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন।

  আমির খান (Aamir Khan)

  img 20220614 105100

  আমির খান ও সঞ্জয় দত্ত দীর্ঘদিন ধরে একে অপরের সাথে রাগান্বিত। দুজনেই একে অপরের সাথে কথা বলতেও পছন্দ করেন না। তবে এত কিছুর পরেও পিকে (PK) ছবিতেতে একসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে দুই তারকাকে। তখন বলা হচ্ছিল, এই দুজনের মধ্যে সব ঝগড়া ও অশান্তি মিটে গেছে। কিন্তু তা মোটেও নয়, আজও দুজনে একে অপরের বিরুদ্ধে খুব খারাপ মন্তব্য করেন।