মুদ্রাস্ফীতি সর্বত্র আঘাত করেছে আম জনতার পকেটে। এখন মোবাইল (Mobile) ট্যারিফে’র কথা বলতে গেলে, সেখানেও হতে চলেছে বেশ পরিবর্তন। টেলিকম কোম্পানি “ভারতী এয়ারটেল” (Bharati Airtel) ট্যারিফ প্ল্যানকে আরও ব্যয়বহুল করেছে। এয়ারটেল প্রিপেইড রিচার্জ প্ল্যানে বড়সড় বৃদ্ধি ঘটাতে অনেকটাই প্রভাব পরতে চলেছে গ্রাহকদের পকেটে। সম্প্রতি এয়ারটেল প্রিপেইড প্ল্যানের দাম বাড়ানো হয়েছে প্রায় ২০-২৫ শতাংশ।
রীতিমতো গ্রাহকদের ধাক্কা দিয়েছে এয়ারটেল। প্রিপেইড প্ল্যানগুলিকে আরও ব্যয়বহুল করার ঘোষণা দিয়েছে Airtel। কোম্পানিটি তাদের প্রিপেইড ট্যারিফ প্ল্যান ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির এই সিদ্ধান্তের পর প্রিপেইড গ্রাহকদের মোবাইল ফোনে কথা বলা ব্যয়বহুল হয়ে পড়বে। কোম্পানির ভয়েস প্ল্যান, আনলিমিটেড ভয়েস প্ল্যান এবং ডেটা ইত্যাদি সবই হয়ে যাবে আরও দামি।
কলিং থেকে ডাটা এখন ব্যয়বহুল হয়ে যাবে এয়ারটেল প্রিপেইডে। টেলিকম সংস্থা জানিয়েছে যে, ‘নভেম্বরের শেষের দিকে প্রিপেইড প্ল্যানগুলি আরও ব্যয়বহুল হবে। কোম্পানির এই সিদ্ধান্তের ফলে এখন Airtel-এর সর্বনিম্ন রিচার্জ প্ল্যান হবে ৯৯ টাকা। অর্থাৎ, আপনার নম্বরটি চালিয়ে যেতে আপনাকে অবশ্যই কমপক্ষে ৯৯ টাকার রিচার্জ করতে হবে। এখন পর্যন্ত Airtel-এর সর্বনিম্ন রিচার্জ ৭৯ টাকা হলেও তা হয়ে গিয়েছে ৯৯ টাকা’।
টক টাইম এবং ডেটা ছাড়াও, সীমাহীন ভয়েস বান্ডেল এবং ডেটা টপ আপগুলি আরও ব্যয়বহুল হবে। এয়ারটেল রিচার্জ প্ল্যানকে ব্যয়বহুল করার কারণ জানা যাচ্ছে যে, কোম্পানিটি শীঘ্রই গোটা দেশ জুড়ে 5G পরিষেবা শুরু করতে চলেছে, যার জন্য মূলধন প্রয়োজন। কোম্পানিটি রিচার্জ প্ল্যানকে ব্যয়বহুল করে একটি শক্তিশালী অবস্থান অর্জনের চেষ্টা করেছে।