স্যোশাল মিডিয়ার দৌলতে ঘরে বসেই মানুষ নানান ধরনের ভাইরাল ছবি (viral photo) কিংবা ভিডিও দেখতে পায়। সেইসব ছবি বা ভিডিও কখনও হয় মজাদার আবার কখন তা শিক্ষণীয়ও হয়। তবে এবারে এমন কিছু ছবি ভাইরাল হয়েছে, যা দেখে কিছুটা হলেও দুঃখিত নেটিজনরা।
ছবিগুলো ভাইরাল হয়েছে ছত্তিশগড়ের (chhattisgarh) ধামতরি জেলার নাগরী ব্লকে বন দফতর থেকে। সেখানে দেখা যায়, গরমের হাত থেকে রক্ষার পাওয়ার জন্য জল খেতে গিয়েছিল একটি বানরের (langur) বাচ্চা। কিন্তু জল খেতে গিয়ে বিপাকে পড়ে সে। তৃষ্ণা মিটলেও, যে পাত্রে করে সে জল খাচ্ছিল, তা গেল তাঁর মাথায় আটকে।
সন্তানের কষ্ট দেখে মা বানরটিও তাঁর মাথার থেকে পাত্রটি ছাড়ানোর জন্য এগিয়ে যায়। কিন্তু অনেক চেষ্টা করেও সেটি ছাড়াতে অসফল হয় বানরের (langur) মা। এই ঘটনা মানুষের চোখে পড়তেই তারা বিস্কুটের প্রলোভন দেখিয়ে বানরের বাচ্চাটিকে নিজেদের কাছে ডাকে। কিন্তু অনেক চেষ্টার পরও ব্যর্থ হয় মানুষ।
এইভাবে তিন দিন কেটে যায়। কিন্তু মা তাঁর সন্তানকে ছাড়তে নারাজ, বুকে আগলে বসে রয়েছে সন্তানকে। এই অবস্থায় তিনদিন ধরে কিছু না খাওয়ায় বাচ্চাটির মৃত্যুর আশঙ্কাও বাড়ছিল। তবে এরই মধ্যে একদিন নিজে থেকে বানরের মাথা থেকে সেই পাত্র খুলে যায়। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলে মা বানর এবং মানুষেরাও।
স্যোশাল মিডিয়ায় এই সমস্ত ছবি ভাইরাল হতেই, চিন্তায় পড়ে যায় নেটনাগরিকরা। তবে পরবর্তীতে বানরটির সুস্থ হওয়ার খবর পেয়ে, খুশির হাওয়া ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। জানিয়ে রাখি, বর্তমান সময়ে সেই বানরের (langur) বাচ্চাটি সম্পূর্ণ সুস্থই রয়েছে।