Skip to content

হুড়মুড়িয়ে পড়ল মিঠাইয়ের জনপ্রিয়তা, TRP তালিকায় প্রথম স্থান থেকে সোজা নেমে দাঁড়ালো পঞ্চম স্থানে

    img 20220709 113632

    সন্ধ্যে হতে না হতেই হাতে টিভির রিমোট নিয়ে বসে পড়েন বাড়ির মহিলারা। একের পর এক চ্যানেল ঘুরিয়ে পছন্দমত ধারাবাহিক (serial) বেছে নেন আট থেকে আশি সকলেই। তবে পছন্দের তালিকায় থাকা ধারাবাহিকের (serial) মধ্যে অন্যতম ছিল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। টিআরপি রেটিং-ও সর্বদা প্রথম দিকেই থাকত এই ধারাবাহিক। কিন্তু কিছুদিন যাবৎ আর সেই ক্রেজ নেই মিঠাইয়ের। যার ফলে নামতে শুরু করেছে রেটিং।

    img 20220709 113143

    টানা এক বছর ধরে টিআরপির দৌড়ে প্রথম স্থান অধিকার করে ছিল জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক (serial)। সেই জায়গা কেউ নিতে পারছিল না। তারপর স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’ প্রথম দিকে দর্শকদের না টানতে পারলেও, পরবর্তীতে দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।যার ফলে ‘মিঠাই’র শক্ত প্রতিদ্বন্ধি হয়ে উঠেছিল এই ‘গাঁটছড়া’।

    img 20220709 113405

    প্রতি সপ্তাহেই দর্শকরা সাপ্তাহিক টিআরপির দিকে তাকিয়ে থাকে। কোন ধারাবাহিক টিক কত নম্বর পেয়ে টিআরপির তালিকায় ঠিক কোন স্থান দখল করল, তা জানার জন্য মুখিয়ে থাকে। এবার প্রকাশিত হয়েছে এই সপ্তাহের টিআরপির তালিকা। যেখান দেখা গিয়েছে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ আর নিজের জায়গা ধরে রাখতে পারেনি। উচ্ছেবাবু ও তুফান মেলের রসায়ন সেভাবে আর দর্শক ধরে রাখতে পারছে না। যার কারণে ৭.৫ নম্বর পেয়ে এই তালিকায় পঞ্চম স্থানে দাঁড়িয়েছে ‘মিঠাই’ (Mithai)।

    img 20220709 113049

    অন্যদিকে, ৯.৩ নম্বর পেয়ে তালিকার প্রথম স্থান দখল করে নিয়েছে স্টার জলয়ার ধারাবাহিক ‘ধূলোকণা’। ৮.৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘গাঁটছড়া’। আলতা ফড়িং তৃতীয় স্থানে রয়েছে, পেয়েছে ৮ নম্বর। এরপর ৭.৭ নম্বর পেয়ে চতুর্থ স্থানে গৌরী এলো। ‘মিঠাই’র (Mithai) সঙ্গে একই নম্বর পেয়ে একই স্থানে রয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।

    img 20220709 113347

    এরপর ৭.২ রেটিং পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ‘মন ফাগুন’। ‘সারেগামাপা’ রয়েছে সপ্তম স্থানে, পেয়েছে ৬.৯ রেটিং। ৬.৩ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে ‘উমা’। নবম স্থানে ৬ নম্বর পেয়ে রয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ৫.৯ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।