৯০ দশকের সুন্দরী এবং খ্যাতনামা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মাহিমা চৌধুরী (mahima chaudhary)। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগত থেকে দূরে থাকলেও, স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় দেখা যায় অভিনেত্রীকে। নিজের সম্পর্কে নতুন নতুন পোস্ট শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এই তারকা।
সম্প্রতি মাহিমা চৌধুরী (mahima chaudhary) তাঁর অফিসিয়াল ইন্সটা অ্যাকাউন্টে মেয়ে আরিয়ানার ছবি শেয়ার করেছেন। যাকে বেশকিছুটা মা মহিমা চৌধুরীর মতই দেখতে। আর মেয়ের ছবি শেয়ার হতেই, মুহূর্তেই তা ভাইরাল হয়ে গিয়েছে। প্রায়ই এই মা মেয়ে জুটিকে একসঙ্গে দেখা যায়।
সম্প্রতি সময়ে মেয়ে আরিয়ানা, বোন আকাঙ্কা চৌধুরী এবং ভাগ্নে রায়ানের সঙ্গে অভিনেত্রী মহিমা চৌধুরীকে (mahima chaudhary) দেখা যেতেই, চোখ এড়ালো না ক্যামেরাম্যানদের। সঙ্গে সঙ্গেই এক ক্লিকে ছবি উঠল তাঁদের। আর তা বর্তমান সময়ে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এখানে মা মেয়েকে দেখে অনেকেই কমেন্ট করেছেন, ‘মায়ের কার্বন কপি। আরিয়ানা অত্যন্ত সুন্দর এবং মিষ্টি একটি মেয়ে’। আবার কেউ লিখেছেন, ‘মহিমার নিস্পাপ মেয়ে…’।
জানিয়ে রাখি, রানি মুখার্জী এবং ববি মুখার্জির মেয়ে হলেন আরিয়ানা। পরবর্তীতে ২০০৬ সালে ববি মুখার্জীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহিমা। কিন্তু তাঁদের বিয়েও টেকে নি। ২০১৩ সালে স্বামীর থেকে আলাদা হওয়ার সময় মেয়েকে কাছে রাখার জন্য অনেক আইনি লড়াই করতে হয় মহিমাকে। অবশেষে মহিমা জয়ী হয় এবং আরিয়ানাকে নিজের কাছেই রেখেছেন।