সার্চ ইঞ্জিন “গুগল” (Google) তার ‘ইয়ার ইন সার্চ ২০২২’ উন্মোচন করেছে, এটি ২০২২ সালের বিগত ১১+ মাসে সার্চের সবচেয়ে বড় প্রবণতাগুলির একটি রনডাউন। সার্চ ইঞ্জিন বিভিন্ন বিভাগের অধীনে সার্চ করা তার সেরা ১০টি প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে একজন বাঙালি ব্যাক্তিত্ব। গত এক বছরে ভারতে সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তিদের শীর্ষ ১০ জনের তালিকায়, চারজন বিনোদন ক্ষেত্রের সাথে যুক্ত। যার মধ্যে ৫ নম্বরে রয়েছেন একজন ভারতীয় বাঙালি নারী।
এই তালিকায় ভারত ও বিদেশী রাজনৈতিক ব্যক্তিরাও রয়েছেন। এক নম্বরে রয়েছেন বিজেপি নেতা নূপুর শর্মা, দ্বিতীয় স্থানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তিন নম্বরে রয়েছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক৷ গুগলের প্রকাশিত এই তালিকায় সেরা ১০, চমকে দিচ্ছে গোটা ভারত ও বাংলাকে। কারণ গোটা ভারতে সেরা দশের তালিকায় শুধুমাত্র একজনই বাঙালি জায়গা করে নিয়েছেন। আর তিনি হলেন বিখ্যাত অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)।
সুস্মিতা সেন এবং ললিত মোদীর সম্পর্ক নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল তা সারা বিশ্বের মানুষের মধ্যে আগ্রহের বিষয় হয়ে উঠেছিল। গোটা নেটদুনিয়ায় ছিল তাদের নিয়ে সমলোচনা। চলতি বছরই তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে, এবং ঝড়ের বেগে ছড়িয়ে পরেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। সুস্মিতা এবং ললিতের সম্পর্কের খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনরা সুস্মিতাকে অনেক কুরুচিকর মন্তব্যও করেছিলেন।
রিপোর্ট অনুযায়ী, সুস্মিতার সম্পর্কের বিষয় এতটাই দাবানল হয়ে ছড়িয়েছিল যে, গুগল সাইটে মানুষ এই অভিনেত্রীকে অনুসন্ধান করে টপে তুলেদিয়েছেন। কারণ যাই হোক না কেন, বিশ্বের ১০ সেরা ব্যাক্তিদের মধ্যে অভিনেত্রীর জায়গা পাওয়াতে গর্বিত সকল ভারতবাসি। সুস্মিতাকে, খুব শীঘ্রই একজন তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজ সেবিকা গৌরী সাওয়ান্তে’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।