এক সন্তানের কাছে তাঁর মায়ের মূল্য এবং এক মায়ের কাছে তাঁর সন্তানের মূল্য যে কতখানি তা আবারও প্রমাণিত হল। প্রায় ১ কিমি রাস্তা চিতা বাঘের (Leopard) পিছু করে নিজের সন্তানকে ফিরিয়ে এনে নজির গড়লেন এক মা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বাড়িঝিরিয়া গ্রামে। যা শুনে স্তম্ভিত গোটা গ্রামবাসী।
গ্রামীণ সূত্রে খবর, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বাড়িঝিরিয়া গ্রামের সিধি জেলার সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের পাশে অবস্থিত এই গ্রামের এক বাসিন্দা হলেন কিরন এবং তাঁর বছর আটের এক ছেলে। রবিবার সন্ধ্যা নাগাদ কিরন রান্না করার সময় তাঁর তিন সন্তান বাইরে উঠোনে খেলছিল। আর সেই সময় ঘটে যায় সেই সাংঘাতিক দুর্ঘটনা, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে।
জানা গিয়েছে, সেই সময় তাঁর তিন সন্তানের মধ্যে থেকে যার বয়স আট বছর, সেই ছেলেকে তুলে নিয়ে যায় এক চিতা বাঘ (Leopard)। বাঘ ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে দেখেসঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে প্রায় প্রায় ১ কিলোমিটার রাস্তা বাঘের পিছু করেন কিরণ দেবী। কিন্তু ততক্ষণে বাঘ তাঁর ছেলেকে নিয়ে জঙ্গলে ঢুকে গিয়েছে। ভয় না পেয়ে এবং সর্বোপরি নিজের জীবনের তোয়াক্কা না করেই সেই চিতা বাঘকে উদ্দেশ্য করে এক লাঠির বাড়ি দেন।
লাঠির বাড়ি খেয়েই কুপোকাত হয় বাঘ বাবাজি। নিজের প্রাণ বাঁচাতে কিরনের ছেলেকে সেখানে ফেলে রেখেই পালিয়ে যায় সে। বাঘের মুখ থেকে নিজের আহত সন্তানকে বাঁচিয়ে আনতে পেয়ে স্বস্তির নিশ্বাস নেয় কিরণ দেবী। এই খবর পেয়ে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর অনেক প্রশংসা করেন।
চিতা বাঘের (Leopard) মুখ থেকে নিজের ছেলেকে বাঁচিয়ে সন্তানের প্রতি মায়ের যে কতোটা টান, তা আবারও প্রমাণ করে দিলেন কিরণ দেবী। এই ঘটনা শুনে সকলেই তাঁর প্রশংসা করে ধন্য ধন্য করছেন। এই বিষয়ে কিরণ দেবী জানান, ঝোপের আড়াল থেকে ছেলেকে মুখে করে নিয়ে যেতেই প্রায় ১ কিমি রাস্তা তিনি বাঘের পেছনে দৌড়ান। তারপর বহু কষ্টে কোলের ছেলেকে ফিরে পান তিনি। তাঁর এই সাহসিকতার প্রশংসা করেছেন সকলেই।