Skip to content

বাচ্চা হাতিটি বিশ্রাম নিচ্ছেলেন, মা অপ্রীতিকর কিছু ভেবে সাহায্যের জন্য ডাকলেন কর্মী, এমন দৃশ্যে আবেগপ্রবণ সকলেই

    img 20220715 154654

    এক সন্তানের প্রতি মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। সেটা মানুষ হোক বা পশু, সন্তানের প্রতি মায়ের স্নেহ, মায়া-মমতা সবার থেকেই এগিয়ে থাকে। তবে আজকের এই পোস্টে আপনাদের কাছে যে ভালোবাসার গল্প নিয়ে এসেছি তা হলো একটি হাতির (Elephant)। সম্প্রতি একটি মা হাতির তার সন্তানের প্রতি ভালোবাসার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা ভিডিওটি দেখার পর আপনিও আবেগপ্রবণ হয়ে যাবেন।

    img 20220715 154114

    হ্যাঁ, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মা হাতি তার বাচ্চার পাশে দাঁড়িয়ে আছে। আর দেখতে পাওয়া যাচ্ছে বাচ্ছা হাতিটি বিশ্রাম নিচ্ছে বা কোনো কারণে শুয়ে আছে। যেখানে তার মা কি করবেন বুঝে উঠতে না পেরে এমন পরিস্থিতিতে তার সঙ্গীদের ডাকলেন।

    img 20220715 154132

     

    ভাইরাল হওয়া ভিডিও দেখা যায় বাচ্ছা হাতিটি বেশ ঘুমাচ্ছে। এদিকে তার মা জাগানোর চেষ্টা করলেও হাতিটি উঠছে না, এতে তার মা খুব চিন্তিত। এমন পরিস্থিতিতে তার সন্তানের ঘুম ভাঙাতে কর্মীদের সহযোগিতা নেন। যা ঘটনাটি মানুষ খুব পছন্দ করেছে এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখার পর অনেক ব্যবহারকারী তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছে।

    https://twitter.com/buitengebieden/status/1545126064363634694?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1545126064363634694%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fndtv.in%2Fzara-hatke%2Fthe-child-was-sleeping-the-mother-was-afraid-of-something-untoward-in-such-a-situation-a-person-was-called-for-help-1-crore-people-became-emotional-3145970

    ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করা হয়েছে। @buitengebieden নামে এক টুইট ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করেছেন। যা অতুলনীয় ভাইরাল, এখন প্রায় 13 মিলিয়ননের বেশি ভিউ হয়েছে। ভিডিওতে অনেকের মন্তব্য দেখা গিয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এক মায়ের কষ্ট দেখার মতো।’ আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘মা তো মা, এই মাকে জানাই আন্তরিক অভিনন্দন।’