‘আল্লু অর্জুন'(Allu Arjun) অভিনীত ছবি ‘পুষ্পা’ (Pushpa) মুক্তির পর থেকেই বক্স অফিস তোলপাড় করছে। অনন্য স্টাইল ও শক্তিশালী অভিনয় দিয়ে ছবিটি জয় করেছে সকল বেল্টের দর্শকদের মন। রীতিমতো গোটা দেশ ভুগেছিলো পুষ্পা জ্বরে। পুষ্পা ছবির পর থেকে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার জনপ্রিয়তা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।
আর এই জনপ্রিয়তার জোয়ারকে মাথায় রেখেই নির্মাতারা ‘পুষ্পা ২’ ছবিতে ব্যয় করতে যাচ্ছেন বিপুল পরিমাণ অর্থ। ইন্ডাস্ট্রি থেকে পাওয়া খবর অনুযায়ী, পুষ্পা প্রথম অংশে তৈরীর জন্য নির্মাতারা প্রায় ১৯৫ কোটি টাকা খরচ করেছিলেন। লকডাউনে সংকট কালীন সমযয়ে পুষ্পার প্রথম অংশে যে প্রভাব ফেলেছে ও ব্যবসা করেছে তা সত্যিই অতুলনীয়।
সূত্রে খবর, আসন্ন ছবি পুষ্পার দ্বিতীয় অংশ (Pashpa 2) তৈরীর জন্য নির্মাতারা ব্যায় করতে চলেছেন প্রায় ৪০০ কোটি টাকা। ছবিটির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আগামী বছরের মধ্যে পুষ্প-২ ছবির শুটিং শেষ হয়ে যাবে। তারপর আরো প্রায় ৪ মাস ব্যয় হবে পুষ্প ২-এর পোস্ট প্রোডাকশনের জন্য। জানা যায়, ছবিটির প্রথম অংশের পোস্ট প্রোডাকশন তাড়াহুড়ো করে করা হয়েছিল, কারণ নির্মাতারা এটি সময়মতো প্রকাশ করতে চেয়েছিলেন।
এবার আর একই ভুলের পুনরাবৃত্তি করতে চান না নির্মাতারা। যদি ছবির কাস্টিং এর কথা বলা হয়, তাহলে শোনা যাচ্ছে ‘পুষ্প ২’-তেও কিছু হিন্দি অভিনেতাকে দেখা যাবে। ‘KGF 2’-এর বাম্পার সাফল্য দেখে, নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ‘পুষ্প ২’-এর জন্য কিছু হিন্দি শিল্পীকেও চুক্তিবদ্ধ করবেন, যাতে হিন্দিভাষী অঞ্চলে এটি আরও ভাল সাড়া ফেলতে পারে।