যাতায়াত ব্যবস্থার মধ্যে বেশিরভাগ মানুষই রেল (indian railway) পরিষেবাকেই বেছে নিয়ে থাকেন। রেল পথে (indian railway) ভ্রমণকে বেশিরভাগ মানুষই আরামদায়ক বলে মনে করে থাকেন। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনে করেই এক জায়গা থেকে অন্য জাগায় অর্থাৎ তাঁর গন্তব্যে পৌঁছায়। সেই কারণেই রেলপথকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে।
প্রতিদিনই প্ল্যাটফর্ম থেকে প্রচুর সংখ্যায় ট্রেন চলাচল করে। এর মধ্যে কিছু ট্রেন থাকে লোকাল, আবার কিছু ট্রেন থাকে এক্সপ্রেস ট্রেন, যাতে চড়ে মানুষ দূরে কোথাও ভ্রমণে যেতে পারে। তবে সেক্ষেত্রে এই সকল এক্সপ্রেস ট্রেনের এক একটি একরকম সুবিধা দেওয়া হয়। দূরের যাত্রীদের যাতে কোনরকম কোন সমস্যা না হয়, সেজন্য সবরকম ব্যবস্থা করা থাকে। শুধু তাই নয়, এখন গোটা দেশজুড়েই অর্থাৎ কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি রয়েছে একাধিক রেল পরিষেবা, যা ভারতের দীর্ঘতম দূরত্ব কভার করছে।
ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস (Vivek Express): ভারতের দীর্ঘতম দূরত্বের ট্রেনগুলির মধ্যে অন্যতম এই ট্রেন প্রায় ৮০ ঘণ্টা ১৫ মিনিট অর্থাৎ ৩ দিন ৮ ঘন্টা পথ অতিক্রম করে ৫৫ টি নির্ধারিত স্টপেজে দাঁড়িয়ে প্রায় ৪২৭৩ কিলোমিটার রেলপথ কভার করে এই ট্রেন। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত যাত্রাপথে মোট ৫৭ টি স্টেশনে দাঁড়ায় এই ট্রেন।
গুয়াহাটি-তিরুবনন্তপুরম এক্সপ্রেস (Guwahati – Thiruvananthapuram Express): আসামের গুয়াহাটি থেকে কেরালার ত্রিবান্দ্রম পর্যন্ত ৩৫৫২ কিমি দূরত্ব অতিক্রম করে এই ট্রেন। যাত্রাপথের সময় ৬৪ ঘন্টা ১৫ মিনিট এবং মাঝে ৫০ টি স্টেশনে থামে এই ট্রেন।
কাটরা-ম্যাঙ্গালোর নবযুগ এক্সপ্রেস (NAVYUG EXPRESS): ভারতের তৃতীয় দীর্ঘতম দূরত্বের এই ট্রেন জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে হেঁটে ম্যাঙ্গালোরে অবধি চলাচল করে। ৭২ ঘণ্টা ৫০ মিনিটের এই যাত্রাপথে ৩৬৭৪ কিমি দূরত্ব অতিক্রম করে এই ট্রেন। যাত্রাপথে ১২ টি রাজ্যের উপর দিয়ে যাওয়ার সময় ৬৭ টি স্টেশনে স্টপেজ দেয় এই ট্রেন।
নিউ তিনসুকিয়া-ব্যাঙ্গালোর সিটি এক্সপ্রেস (NEW TINSUKIA JN KSR BENGALURU EXPRESS): আসামের নিউ তিনসুকিয়া থেকে বেঙ্গালুরু অবধি যাত্রাপথে ৩৬১৫ কিমি দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগে ৬৫ ঘন্টা ৫৫ মিনিট। স্টপেজ দেয় ৩৯ টি।
কাটরা-কন্যাকুমারী হিমসাগর এক্সপ্রেস (Katra Kanniyakumari Himsagar Express)– ৩৭৮২ কিমি পথ অতিক্রম করে ভারতের দ্বিতীয় দীর্ঘতম দূরত্বের এই ট্রেন মাতা বৈষ্ণো দেবী কাটরা থেকে শুরু হয়ে কন্যাকুমারীতে পৌঁছায়। যাত্রাপথে ৭৫ টি স্টপেজ দিয়ে যাওয়ার পরও এই ট্রেনের গন্তব্যে পৌঁছাতে সময় লাগে ৭১ ঘন্টা ৪০ মিনিট।