Skip to content

ছবিতে বোনের সঙ্গে দেখতে পাওয়া ছোট্ট মেয়েটি বাস্তবে বলি সিনেমার বিখ্যাত অভিনেত্রী, দেখুন সে কে

  img 20220702 152856

  সম্প্রতি সময়ে স্যোশাল মিডিয়ায় একটি ছবি ব্যাপকহারে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ছবিতে দুই বোন একসঙ্গে বসে রয়েছেন। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে, এই সাদা কালো ফ্রেমের ছবিটি বেশ পুরোনো দিনেরই হবে। এই কারণে নেটিজনদের মধ্যে এই দুই বোনের বিষয়ে জানার আগ্রহ আরও বেড়ে গিয়েছে।

  জানিয়ে দিই, ছবিতে থাকা এই দুই বোন হলেন বিখ্যাত বলি অভিনেত্রী ফারাহ নাজ এবং তার ছোট বোন টাবু (Tabu)। বিটাউনের দুই বিখ্যাত অভিনেত্রী ফারাহ এবং টাবুকে দেখা গিয়েছিল এই ছবিতে। তবে টাবু এখনও গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত থাকলেও, ফারাহ এই জ্বলমলে আলোর দুনিয়া থেকে নিজেকে বেশ কিছুটা দূরে সরিয়ে রেখেছেন।

  img 20220702 153004

  জানিয়ে রাখি, কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া ২’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলি অভিনেতা কার্তিক আরিয়ানকে। এই ছবির প্রথম পর্ব ‘ভুল ভুলাইয়া’তে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে। তবে প্রথম পর্বের মত এই ছবির দ্বিতীয় পর্বও ঝড় তুলেছিল বক্স অফিসে। এই ছবিত এক বিশেষ চরিত্রে দেখা গিয়েছে টাবুকে (Tabu)।

  img 20220702 153023

  প্রসঙ্গত, ১৯৮৫ সালে ‘হাম নওজওয়ান’ ছবির মধ্য দিয়ে বলিউডে পদার্পণ করেন অভিনেত্রী টাবু (Tabu)। তারপর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। প্রায় ৩০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী টাবু। এই বছরই ‘কুত্তে’, ‘খুফিয়ান’ এবং ‘দৃশ্যম 2’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে টাবুকে।