Skip to content

প্রকাশিত হল বিশ্বের সবথেকে দূষিত স্থানের তালিকা, রিপোর্ট দেখলে চমকে উঠবেন

    img 20220827 144628

    ভ্রমণের ক্ষেত্রে মানুষের প্রথ পছন্দ থাকে, যেখানে গিয়ে অনেক কিছু দেখার বিষয় থাকবে। সেইসঙ্গে স্থানটি হতে হবে সুন্দর, শান্তির এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে গেলে একবারেই মন ভালো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটিটাও বেশ ভালোভাবে কাটানো যাবে। কিন্তু আমাদের রোজকার জীবনযাত্রা প্রায়ই আমাদের পরিবেশের বাতাস দূষিত করে দিচ্ছে। যার ফলে কোথাও ঘুরতে গেলে, সেখানকার দূষণের কারণে মানুষের শরীর আরও অতিষ্ট হয়ে ওঠে। সেরকমই এই বিশ্বে এমন কিছু স্থান আছে, যা পৃথিবীর সবথেকে দূষিত (polluted) স্থান হিসাবে গণ্য করা হয়। রইল তালিকা-

    img 20220827 144500

    ভারত, দিল্লী (Delhi, India)- ভারতের রাজধানী দিল্লী বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে গণ্য হয়েছে। রিপোর্ট বলছে, জনসংখ্যার বেশির মতই দিল্লীতে দূষণের পরিমাণও অনেক বেশি। দিল্লীর পিএম লেভেল ২.৫, যা বর্তমান সময়ে সর্বোচ্চ। গড় বার্ষিক এক্সপোজার ১১০ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার (μg/m3)।

    img 20220827 144442

    ভারত, কলকাতা (Kolkata, India)– এরপরই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। দিল্লী যদি দূষণের দিক থেকে প্রথম হয়, তাহলে কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। রিপোর্ট বলছে, কলকাতার গড় বার্ষিক এক্সপোজার প্রতি ঘনমিটারে ৮৪ মাইক্রোগ্রাম।

    img 20220827 144520

    কানো, নাইজেরিয়া ( Kano, Nigeria)- এখানে বসবাসকারী লোকেরা পিএম ২.৫ মাত্রার সংস্পর্শে এসেছে, যা বছরের গড় থেকে অনেক বেশি। সেইসঙ্গে এখানের গড় বার্ষিক এক্সপোজার ৮৩.৬ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার (μg/m3)।

    img 20220827 144727

    লিমা, পেরু (Lima, Peru)- WHO-এর বায়ু মানের ডাটাবেস অনুসারে, বর্তমানে শুধুমাত্র ১১৭ টি দেশ রয়েছে দেশ রয়েছে যাদের পিএম লেভেল ২.৫ ট্র্যাক করার জন্য সিস্টেম রয়েছে। সেইসকল দেশের মধ্যে লিমাও রয়েছে। রেকর্ড বলছে এই স্থানের বার্ষিক গড় পিএম ২.৫।

    img 20220827 144534

    ঢাকা, বাংলাদেশ (Dhaka, Bangladesh)- হিসাবে বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকার গড় পিএম ২.৫। যার ফলে দূষিত স্থানের তালিকায় ঢাকা রয়েছে পঞ্চম স্থানে।