Skip to content

ফাঁস হল রচনা ব্যানার্জির দুর্বলতা! নেটদুনিয়ায় নিজেই সেকথা জানালেন অভিনেত্রী

    img 20221023 004025

    টলিউডের অন্যতম গ্ল্যামারাস এবং জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা বন্দ্যোপাধ্যায় (rachna banerjee)। সম্প্রতি জীবনের ৪৫ টা বসন্ত পেরিয়ে এবার ৪৬-এ পা বাড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু ৪৬-র দোরগোড়ায় দাঁড়িয়ে থাকলেও, আজও যেন সুইট সিক্সটিন এই অভিনেত্রী। এখনও সমানভাবে অভিনয় করে চলেছেন তিনি। সেইসঙ্গে মন জয় করছেন দর্শকদের।

    একটা সময় এই বিনোদন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন কিন্তু রচনা ব্যানার্জি। তবে ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, সবকিছুকে পাশ কাটিয়ে আবারও জীবনের মূলস্রোতে ফিরে এসেছেন তিনি। আর বর্তমান সময়ে বিকেল পাঁচটা বাজতে না বাজতেই ঘরে ঘরে চলতে থাকে ‘দিদি নম্বর ১’। দিদিদের নিয়ে এই শোয়ের মাধ্যমে রচনা ব্যানার্জির (rachna banerjee) জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে গিয়েছে। যেখানে দিদিরা তাঁদের জীবনের নানা ঘটনার কথা শেয়ার করেন রনার সঙ্গে এবং রচনাও তাঁদের কিছুটা সমাধানের পথ বাথলে দিয়ে হয়ে উঠেছেন দিদিদের ইন্সপিরেশন।

    img 20221023 003656

    এসবের মধ্যেও স্যোশাল মিডিয়ায় কিন্তু অভিনেত্রীকে বেশ সক্রিয় থাকতে দেখা যায়। প্রায়শই নিজের নানারকম ছবি বা ভিডিও শেয়ার করে থাকেন নেটদুনিয়ায়। এসবের মধ্যে আমরা অনেকেই জানি রচনার কাছে তাঁর একমাত্র ছেলেই হল তাঁর দুর্বল জায়গা। তবে সম্প্রতি স্যোশাল মিডিয়ায় নিজের দুর্বল জায়গার কথা নিজেই শেয়ার করলেন অভিনেত্রী।

    img 20221023 004152

    কিছুদিন আগেই নিজের ইন্সট্রাগ্রাম স্টোরিতে এক প্লেট মিষ্টি সাজিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন রচনা ব্যানার্জি (rachna banerjee)। আর সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘সুইট! মাই অনলি উইক পয়েন্ট অর্থাৎ মিষ্টি! আমার একমাত্র দুর্বলতা’। এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় নাগরিকরাও জেনে গেলেন মিষ্টি খেতে বড়ই ভালোবাসেন এই মিষ্টি অভিনেত্রী।