ভারতীয় ক্রিকেট দলে (indian cricket team) নিজের জায়গা করে নেওয়ার ইচ্ছা সমস্ত ক্রিকেটারেই থাকে। তবে ভারতের জার্সি গায়ে মাঠে নেমে ২২ গজের যুদ্ধের সৈনিক কিন্তু সবাই হতে পারে না। এমন অনেক খেলোয়াড়ই থাকেন যারা খুব অল্প সময়ের মধ্যে নিজের সেরাটা দিয়ে ক্রীড়া জগতে নিজের একটা শক্তিশালী জায়গা করে নিতে পারেন। কিন্তু এমন অনেকেই আছে, যারা সময়ের সঙ্গে সঙ্গে বাকিদের ভিড়ে হারিয়ে গেলেও, আবারও ফিরে আসেন।
সেরকমই একজন খেলোয়াড় হলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। খারাপ পারফরম্যান্সের কারণে তিন বছর ভারতীয় দল (indian cricket team) থেকে দূরে ছিলেন দীনেশ কার্তিক। কিন্তু বর্তমানে তালে আবার ফিরিয়ে আনা হয়েছে। ২০২২ সালে IPL-এ নিজের দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও সকলের মন জিতে নিয়েছেন এই খেলোয়াড়।
IPL-এ RCB-র হয়ে খেলতে দেখা গিয়েছিল দীনেশ কার্তিককে (Dinesh Karthik)। তবে আপনারা হয়ত জানেন না, এমন তিনজন ক্রিকেটার ছিলেন, যারা দীনেশ কার্তিকের জন্য ভারতোয় ক্রিকেট দলে (indian cricket team) জায়গা পাননি।
জিতেশ শর্মা (Jitesh Sharma)- 2022-এ IPL-এ পাঞ্জাবের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন জিতেশ শর্মা। উইকেটকিপিং থেকে দুর্দান্ত ব্যাটিং সবকিছুতেই সকলের মন জিতে নিয়েছিলেন এই ক্রিকেটার। IPL-এ প্রায় ২৩৪ রান করেছিলেন এই ক্রিকেটার। প্রত্যাশা থাকা সত্ত্বেও দীনেশ কার্তিকের জন্য ভারতীয় টিমে জায়গা পাননি এই খেলোয়াড়।
সঞ্জু স্যামসন (Sanju Samson)- সবচেয়ে বেশি চার ও ছক্কা মেরে সুনাম অর্জন করেছিলেন ক্রিকেটার সঞ্জু স্যামসন। IPL সিরিজে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন সঞ্জু স্যামসন। IPL-এ ৪৫৮ রান করেছিলেন সঞ্জু স্যামসন। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষ ম্যাচে খেলতে দেখা গিয়েছিল এই খেলোয়াড়কে। কিন্তু এবার দীনেশ কার্তিকের (Dinesh Karthik) জন্য ভারতীয় দলে জায়গা পাননি তিনি।
অনুজ রাওয়াত (Anuj Rawat)- RCB-এর হয়ে IPL 2022-এ খেলছিলেন ২২ বছর বয়সী খেলোয়াড় অনুজ রাওয়াত। একজন দুর্দান্ত ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি একজন উইকেটরক্ষকও তিনি। IPL-এ RCB-র হয়ে ৮ ম্যাচে ১২৯ রান করেছিলেন তিনি। কিন্তু এত ভালো পারফরম্যান্স করার পরও দীনেশ কার্তিকের কারণে ভারতীয় ক্রিকেট দলে তিনি জায়গা পাননি।