চলচ্চিত্র জগৎ নিয়ে মানুষের উন্মাদনার শেষ থাকে না। তবে রুপালি পর্দায় যতটা চকমকে তারকাদের জীবন, অনেকের ক্ষেত্রে বাস্তবে তা নয়। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক প্রতিভাবান অভিনেত্রী ছিলেন যারা ক্যারিয়ারের শুরুতে ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি পেয়েছিলেন। কিন্তু তারপর হারিয়ে গেছেন চলচ্চিত্র জগৎ থেকে। এবং তাদের শেষ জীবনটাও কেটেছে অনেক কষ্টে ও বেদনায়।
আলোচ্য বিষয়, বলিউডের সুপরিচিত সেই অভিনেত্রীদের সম্পর্কে যারা শেষ জীবন কাটিয়েছেন অনেক প্রতিকূলতার মধ্যে।
স্যাভি সিধু
চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা স্যাভি সিধু, বলিউডের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। হঠাৎই তিনি হারিয়ে যান চলচ্চিত্র জগৎ থেকে। পরবর্তীতে ভাইরাল হওয়া ফটোতে দেখা যায়, তিনি একটি সিকিউরিটি গার্ড বা প্রহরীর কাজ করছেন।
পারভীন ববি
৭০’এর দশকের অন্যতম সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী পারভীন ববি। সে সময়ের বলিউডের বিখ্যাত অভিনেত্রী যিনি মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন। জানা যায়, অতিরিক্ত মদ্যপান ও একধিক সম্পর্ক বিচ্ছেদ তাকে ডিপ্রেশনে নিয়ে যায়। জীবনের বাকিটা সময় খুবই বেদনাদায়ক অবস্থায় কাটিয়েছিলেন অভিনেত্রী, পরবর্তীতে তার মৃত্যু সংবাদও শোনা যায়।
গীতাঞ্জলি নাগপাল
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী গীতাঞ্জলি নাগপাল, তিনি তার কাজের সূত্রে জার্মানিতে এক পুরুষের প্রেমে পরেন এবং পরবর্তীতে তাকে বিয়েও করেছিলেন অভিনেত্রী। কিন্তু কিছুদিন পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে অভিনেত্রী মাদকাসক্ত হয়ে পড়েন। মদের নেশায় তিনি অনেক ভুল আচরণ করতেন। এমনকি তাকে একবার রাস্তায় ভিক্ষা করতেও দেখা গিয়েছিল বলে জানা যায়।
সুলক্ষণা পণ্ডিত
সুলক্ষণা ছিলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা। তার জীবনেও নেমে এসেছিল ঘোর অন্ধকার। সূত্রের খবর অনুযায়ী, মুম্বাইতে কোন এক মন্দিরের বাইরে তাকে ভিক্ষা করতেও দেখা গেছে। জানা যায়, তার জীবনের কঠিন পরিস্থিতির পেছনে লুকিয়ে আছে এক ভালোবাসার নির্মম কাহিনী।