বর্তমান সময়ে ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া 2’ (shark tank india 2) দর্শকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এই শোতে একাধিক ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন রকমের ব্যবসায়িক ধারণা নিয়ে এসে শার্ক ট্যাঙ্কের বিচারকদের সামনে রাখেন। আর সেই ব্যবসায়িক ধারণা যদি বিচারকদের মনে ধরে, তাহলে তাঁরা সেখানে অর্থ বিনিয়োগের জন্য রাজী হন।
তবে এবারের এই সিজনে বয়সের কোন সীমা ছিল না। যার কারণে সম্প্রতি সেখানে মাত্র ১৮ বছর বয়সের একটি ছেলে তাঁর ব্যবসায়িক ধারণা নিয়ে যান। এই ছেলেটি মাত্র ৮ বছর বয়সেই তাঁর নিজের একটি ব্যবসা শুরু করেছিল। আঁকার হাত ভালো থাকায় মাত্র ৮ বছর বয়স থেকেই কাগজে ছবি এঁকে মাসে প্রায় ৯ হাজার টাকা করে উপার্জন করতেন। এখানেই শেষ নয়, এইভাবে ধীরে ধীরে নিজের ব্যবসা আরও বড় করেন এই যুবক।
এরপর সপ্তম শ্রেণীতে পাঠরত অবস্থায় শেয়ারবাজারের ভেতরে প্রথম ইন্টার্নশিপ করে। যার পরই শুরু করেন সুদের বিনিময়ে অর্থ ধার দেওয়া। কিছুদিন আগেই ১৮ পার করা এই যুবকের কার্যকলাপ শুনে শার্ক ট্যাঙ্কের বিচারকরা থেকে শুরু করে টিভির এপারের দর্শক, সকলেই অবাক হয়ে যান।
কথাপ্রসঙ্গে ছেলেটির শিক্ষাগত যোগ্যতা জানতে চায় বিচারকরা। ছেলেটি জানান, সে দশম শ্রেণীর পর আর পড়াশুনা করতে পারেনি। কর্মজীবনকে পুরো সময়টা দেওয়ার কারণে পড়াশুনাকে আর এগিয়ে নিয়ে যেতে পারেননি। বিচারক নমিতা থাপার, অনুপম মিত্তাল, অমিত জৈন, পীযূষ বনসাল এবং বিনীতা সিং এই ছেলেটির কথা শুনে সম্পূর্ণ অবাক হলেও, তাঁর ব্যবসায় অর্থ বিনিয়োগ করবে কিনা, সে তো সময়ই বলবে।