Skip to content

ভারতের মুকুটে জুড়ল গর্বের পালক, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিল IPL

  ভারতের মুকুটে জুড়ল আরও একটি গর্বের পালক। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Records) জায়গা করে নিল ভারতের IPL। শংসাপত্র তুলে দেওয়া হল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের হাতে। গর্বে বুক ভরে উঠল প্রতিটি ভারতবাসীর।

  সদ্য সমাপ্ত হয়েছে IPL 2022। সদ্য সমাপ্ত হওয়া এই IPL ছিল ১৫ তম। এই পর্বের IPLর ফাইনাল ম্যাচ ছিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ৮ টি দলকে পেছনে ফেলে ফাইনালে মুখোমুখী হয়েছিল গুজরাট টাইটান্স এবং রাজস্তান রয়েলস।

  আর এই ম্যাচেই ঘটল সেই স্মরণীয় ঘটনা, যে কারণে ভারতের IPL জায়গা করে নিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের (Guinness World Records) পাতায়।

  ফাইনালের দিন খেলা শুরু হওয়ার আগে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিছিয়ে রাখা ছিল বিশ্বের বৃহত্তম ক্রিকেট জার্সি (jersey)। এই জার্সির (jersey) উপরে ডানদিকে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতীক। এখানেই শেষ নয়, মাঝে ছিল 15 তম আইপিএল এবং শেষে IPL-র দশটি দলের প্রতীক।

  সেইসঙ্গে লম্বায় 66 মিটার এবং চওড়ায় 44 মিটার জার্সিটিতে (jersey) দেখা গিয়েছে ভারতের জাতীয় পতাকার রঙ এবং আইপিএলের সঙ্গে মানানসই নক্সাও। এদিন খেলা শুরু হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শীত হয় এই বিশাল জার্সিটি। যা দেখে সেখানে উপস্থিত দর্শকদের মতই মুগ্ধ হয় গোটা ভারতবাসী।

  আর এই বিষয়টাই ভালো লেগে যায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের বিচারকদের। সেই কারণেই এই IPL-র এই বিশাল জার্সিটি জায়গা করে নিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Records)। সেইসঙ্গে এই জার্সির দরুণ শংসাপত্র তুলে দেওয়া হয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের হাতে। এই দিনটা গোটা ভারতবাসীর কাছে অত্যন্তের গর্বের দিন।