Skip to content

মঙ্গলে দেখা গেল এলিয়নদের ঘর! নাসার তোলা ছবি দেখে হতবাক বিজ্ঞানীরা

    মহাকাশ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তারউপর মঙ্গলগ্রহ (mars) নিয়ে সর্বদাই নানারক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এর মধ্যে আবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মার্স কিউরিওসিটি রোভারের মাস্টক্যামে ২০২২ সালের ৭ মে মঙ্গলগ্রহে (mars) একটি দরজা দেখতে পাওয়া গেছে।, যা কিছুটা অবাক করে দিয়েছে।

    তবে এই দরজা ঠিক কিসের জন্য তৈরি হয়েছে, তা নিয়ে নানারকম আলচোনা পর্যালোচনা চলছে বিজ্ঞানীদের মধ্যে। কারো মতে মার্সকোয়েকের কারণে সেখানকার পাথর ভেঙ্গে এই দরজা তৈরি হয়েছে। আবার কারো মতে, ৪ ঠা মে মঙ্গলগ্রহতে (mars) ভয়াবহতম ভূমিকম্পের কারণে এমনটা হয়েছে।

    আবার অনেকের ধারণা, এটি একটি সাধারণ গর্ত, যা লাল মাটি দিয়ে ভরাট করা ছিল। আর ভূমিকম্পের কারণে উপরের মাটি আলগা হয়ে দরজা বেরিয়ে গেছে। ছবিটি দেখে দরজার সঠিক আকার বলা সম্ভব না হলেও, অনেকে একে এলিয়নের বাড়ির দরজা বলেও মনে করছেন। যদিও এলিয়নের (alien) বিষয়কে একেবারেই আমল দিতে নারাজ নাসা। তদন্তের উপর বিশ্বাস রাখছেন বিজ্ঞানীরা।

     ২০২২ সালের ৭ মে কিউরিওসিটি রোভারের মাসটকাম দ্বারা গ্রিনহিউগ পেডিমেন্টের তোলা ছবির কাছেই এই দরজা দেখতে পাওয়া গেছে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছরে মঙ্গলের বেশ কিছু তুষারাবৃত গর্ত, বিভিন্ন আকারের পাথর, খালি পাহাড় এবং আরও অনেক কিছুর ছবি তুলেছে ল্যান্ডার ও রোভারগুলি। তবে মঙ্গলে এমন অনেক বিষয় রয়েছে, যা এখনও বিজ্ঞানীদের অজানা রয়েছে গেছে।

    জানিয়ে রাখি, গত বছর চীনের ইউটু-২ রোভার চাঁদে একটি বর্গাকার আকৃতি দেখে এলিয়নের (alien) বাড়ি বলে জানিয়েছিল। কিন্তু পরবর্তীতে তদন্ত করে দেখা যায়, তা শুধুই পাথর। আলোর কারণে সেটিকে কুঁড়েঘর বলে মনে হচ্ছিল।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading