বলিউড ইন্ডাস্ট্রি তথা গ্ল্যামার ওয়ার্ল্ড (Glamour World), এই জগতের প্রায় সব তারকাদের ব্যক্তিগত জীবন রুপালি পর্দার মতোই। এই রঙিন জীবনেও লুকিয়ে রয়েছে অনেক রহস্য। বহুবিবাহ থেকে বিবাহবিচ্ছেদ, নিজের বয়সী ছেলে বা মেয়ের সাথে সম্পর্ক এমনই অনৈতিক কার্যকলাপ কেবলমাত্র বলিউডেই দেখা যায়। আজকের এই প্রতিবেদনে জানবো এমনই ৫ জন বলিউড তারকা সম্পর্কে, যারা বহুবিবাহ থেকে বিবাহবিচ্ছেদ ও তাদের মেয়ের বয়সী মহিলাদের সঙ্গে প্রেম করছেন।
মহেশ ভাট:
ব্যক্তিগত জীবনের কারণে বহুবার বিতর্কে জড়িয়েছেন মহেশ। বলিউডের এই পরিচালক ৭০-৮০ দশকের অনেক অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক সামনে এসেছিলো। তার মেয়ের সমবয়সীদের সাথে পরিচালকের সম্পর্ক ছিল বলে জানা যায়। বয়স ৬০’এর গন্ডি পার করেও তার ভীমরতি কমেনি।
আমির খান:
বলিউডের বিখ্যাত অভিনেতা আমির খান পরপর দুবার বিবাহ বিচ্ছেদে তার নাম জড়িয়েছেন। সম্প্রতি তিনি তার হাঁটুর বয়সী মেয়ের সাথে আবার গাঁটছড়া বাঁধবেন বলে আলোচনা শোনা যাচ্ছে। রিপোর্ট বলছে, অভিনেতা তার মেয়ের বয়সী ফাতিমা সানা শেখ নামে এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন।
হৃত্বিক রোশন:
বলিউড অভিনেতা তার ছোটবেলার সঙ্গী বা তার প্রথম প্রেম সুজান খানকে বিয়ে করেছিলেন। কয়েক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদের খবর শোনা যায়। যদিও অভিনেতা তখন মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, হৃত্বিকের থেকে ১০ বছরের ছোট তার নতুন বান্ধবী সাবা আজাদ’ এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
সাইফ আলি খান:
সাইফ আলি খান হলেন এমনই এক জনপ্রিয় অভিনেতা যিনি তার থেকে অনেক ছোট মেয়েকে বিয়ে করেছেন। অমৃতা সিংকে, সাইফ প্রথম বিয়ে করেছিলেন। পরবর্তীতে তার থেকে ১২ বছরের ছোট কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ।
সঞ্জয় দত্ত:
চরিত্রগত দিক থেকে সঞ্জয় দত্তের জুড়ি মেলা ভার। অভিনেতা তার জীবনে ৩০০ টিরও বেশি মেয়ের সাথে রাত কাটিয়েছেন বলে জানা যায়। বাস্তবে তিনবার বিয়ে করেছেন সঞ্জয়। রিচা শর্মা ছিলেন তার প্রথম স্ত্রী। রিচার মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন রিয়া পিল্লাই’কে। তার সাথেও ডিভোর্স হয়ে যায় অভিনেতার। এবং পরবর্তীতে সঞ্জয় দত্তের বয়সের প্রায় ১৯ বছর ছোট মান্যতা’র সঙ্গে সম্পর্কে লিপ্ত হন।