কথায় বলে ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে। ভালোবাসায় সাত খুন মাফ বলেও অনেকে মনে করেন। কিন্তু তাই বলে একেবারে ট্রাক (trak) দিয়ে প্রেমিকার বাড়ি উড়িয়ে দেওয়া! শুনতে অবাক লাগলেও বাস্তবে ঠিক এমন ঘটনাই ঘটালেন এক প্রেমিক।
এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডে (Scotland)। রিপোর্ট বলছে, ওই প্রেমিক পেশায় একজন ট্রাক ড্রাইভার, তার নাম ডেরেক ওয়েলিংটন। প্রেমের সম্পর্কের দাবিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন প্রেমিক ডেরেক ওয়েলিংটন। কিন্তু প্রেমিকের সেই ডাক উপেক্ষা করেছিল প্রেমিকা।
আর এতেই ঘটে চরম বিপত্তি। রাগের বশে ট্রাক (trak) নিয়েই প্রেমিকার বাড়িতে হানা দেয় প্রেমিক ডেরেক ওয়েলিংটন। ওই ট্রাক দিয়েই সজোরে ঘা মারেন প্রেমিকার বাড়িতে। যার ফলে ভেঙে গুড়িয়ে যায় প্রেমিকার বাড়ির একাংশ। পাশাপাশি বাড়ির অন্যান্য অংশতেও ফাটল ধরে যায়।
বিবিসির রিপোর্ট অনুসারে, এদিন প্রেমিকাকে দেখা করার কথা বললে তা নাকচ করে দেয় মেয়েটি। তারপর রাগের বশে ট্রাক (trak) দিয়ে প্রেমিকার বাড়িতে সজোরে আঘাত করে প্রেমিক। মেয়েটির বাড়ির একাংশ ভেঙে চুরমার হয়ে যায় এবং অন্য অংশে ফাটলও ধরে যায়। জানা যায়, সেই সময় ওই বাড়িতে শিশু ও একজন প্রাপ্তবয়স্ক লোক উপস্থিত ছিলেন।