Skip to content

ট্রেনের বগির গায়ে লেখা থাকে পাঁচ অংকের সংখ্যা, জানেন কি এর ব্যাখ্যা!

    jpg 20220629 125020 0000

    গণপরিবহনের মেরুদন্ড বলা হয় রেল পরিবহনকে। প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ এই রেলপথে তাঁদের গন্তব্যে পৌঁছান। অনেকেই যাতায়াতের জন্য রেলপথকে আরামদায়ক বলে মনে করে। তবে এই যাত্রাপথে ট্রেনের (train) বগিতে বিভিন্ন ধরনের লেখা দেখতে পান যাত্রীরা। তার অর্থ অনেকেরই থাকে অজানা।

    ট্রেনে যাত্রাকালে, কিংবা স্টেশনে দাঁড়িয়ে ট্রেন যেতে দেখে ট্রেনের গায়ে অনেক রকম সাংকেতিক চিহ্ন লেখা দেখা যায়। শুধুমাত্র ট্রেনের গায়েই নয়, প্ল্যাটফর্মেও অনেক সময় অনেক সাংকেতিক চিহ্ন থাকে। যার অর্থ সাধারণ মানুষ না বুঝলেও, লোকো পাইলট এবং গার্ডদের সেই বিষয়ে জ্ঞান থাকে। তবে অনেকেরই সেইসকল বিষয়ে জানতে কৌতূহল হয়।

    img 20220628 184136

    সেরকমই একটি বিষয় হল, ট্রেনের বগি উপরে থাকা পাঁচ অঙ্কের সংখ্যা। ভালো করে লক্ষ্য করলেন দেখবেন, ট্রেনের বগির উপর ৫ অংকের একটি সংখ্যা লেখা থাকে। যার অর্থ সাধারণ মানুষ না জানলেও, রেল বিভাগের কর্মীদের জানা থাকে।

    জানিয়ে রাখি, এই ৫ অংকের মধ্যেই ট্রেন (train) সম্পর্কিত অনেক তথ্য লুকিয়ে থাকে। বগিটি কবে তৈরি করা হয়েছিল থেকে শুরু করে এটি কোন ধরনের বগি, তাও বোঝা যায় এই পাঁচ অংকের সংখ্যা থেকে। এই পাঁচ অংকের মধ্যে প্রথম দুই অংক থেকে বোঝা যাবে এই বগিটি ঠিক কবে তৈরি করা হয়েছিল। আর শেষের তিন অংক জানান দেবে এটি কি ধরনের বগি।

    সাধারণ মানুষের কৌতূহলের জন্য জানানো হয়েছে, যদি কোন ট্রেনের বগিতে ৯৮৩৯৭ লেখা থাকে, তাহলে বুঝতে হবে এই বগিটি ১৯৯৮ সালে তৈরি করা হয়েছিল। কারণ প্রথম দুই অংক রয়েছে ৯৮, যা থেকে ট্রেনের বগি তৈরির সময়টা জানা যাবে। আর শেষের তিন অংক অর্থাৎ ৩৯৭ থেকে বোঝা যাবে, বগিটি সেকেন্ড ক্লাস স্লিপার বগি। এই পদ্ধতি অনুসরণ করে আপনিও বুঝতে পারবেন কোন বগি কবে তৈরি হয়েছিল। পাশাপাশি জানতে পারবেন ট্রেনের (tarin) বগিটির ধরণও।