বলিউডের অন্যতম একজন সফল অভিনেত্রী হলেন কাজল (kajol)। যিনি চরিত্রের সঙ্গে একাত্ম হওয়ার সঙ্গে সঙ্গে চলচ্চিত্রকে এক অন্যমাত্রা দেয়। তাঁর কেরিয়ারে বিভিন্ন চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। কখনও প্রেমিকা, কখনও বন্ধু, কখনও বোন, কখনও বা মা, আবার কখনও প্রেমে বিপজ্জনক ষড়যন্ত্রকারীর চরিত্রেও অভিনয় করতে তাঁকে দেখা গিয়েছে।
এবারে এমন এক চরিত্র নিয়ে তিনি দর্শকদের সামনে আসছেন, যে চরিত্রে এই প্রথমবার অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগনের ঘরনীকে। বৃহস্পতিবার টিজার মুক্তি পাওয়া ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ (web series) ‘দ্য গুড ওয়াইফ’ (the good wife)-এ এবার এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে কাজলকে।
স্যোশাল মিডিয়ায় এই ওয়েব সিরিজের টিজার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছের দর্শকদের মধ্যে। যেখানে কালো কোট পরিহিত অবস্থায় এক আইনজীবীর বেশে দেখা গিয়েছে কাজলকে (kajol)। টিজারের শেষে আবার লেখা আছে, ‘প্যায়ার, কানুন ওর ধোকা, গুড ওয়াইফ কি ফাইট’। যা দেখে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
২০২০ সালে শর্ট ফিল্ম ‘দেবী’র হাত ধরেই ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হয় কাজলের (kajol)। এবার এই ওয়েব সিরিজের (web series) হাত ধরে এই দুনিয়ায় পা রাখলেন তিনি। তবে এর আগে, ২০২১ সালে নেটফ্লিক্সে অজয় দেবগন পরিচালিত ‘ত্রিভঙ্গে’ দেখা গিয়েছিল কাজলকে। জানিয়ে রাখি, নব্বই দশকের প্রায় সব অভিনেত্রীই ওটিটি স্পেসে প্রবেশ করেছেন। জুহি চাওলা থেকে শুরু করে, আয়েশা জুলকা, মাধুরী দীক্ষিত, রাভিনা ট্যান্ডন, সুস্মিতা সেন সহ আরও অনে অভিনেত্রীদের দেখা গিয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্মের দুনিয়ায়।