বিতর্কের পর প্রেস কনফারেন্স করে জনপ্রিয় গায়ক কেকে-র পরিবারের কাছে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু তাতেও সুদিন ফিরল না রূপঙ্কর বাগচীর (rupankar bagchi)। প্রথম সারির কেক প্রস্তুতকারক সংস্থা থেকে শহরের এক রেস্তরাঁ তাঁকে বয়কটের পর, এবার সিনেমার গান থেকেও বাদ দেওয়া হল রূপঙ্কর বাগচীকে।
সম্প্রতি দিনে বিখ্যাত গায়ক কেকে মারা যাওয়ার পর স্যোশাল মিডিয়ায় একটি ব্যাপকহারে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, গায়ক রূপঙ্কর বাগচী (rupankar bagchi) কিছু কুরুচিকর মন্তব্য করেন গায়ক কেকে-র বিরুদ্ধে। তিনি স্যোশাল মিডিয়ায় বলেন, ‘who is k man?’ অর্থাৎ তিনি গায়ক কেকে-কে চেনেনই না বলেও জানান রূপঙ্কর বাগচী (rupankar bagchi)। এমনকি গায়ক কেকে-র থেকে তিনি শুধু নয়, বাংলার অনেক গায়ক গায়িকারা ভালো গান বলেও দাবি করেন তিনি।
আর কেকে মারা যাওয়ার পর নেটদুনিয়ায় রূপঙ্করের এই ভিডিও শেয়ার হতেই ব্যাপকহারে ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে ওঠে নিন্দার ঝড়। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, রূপঙ্করকে কটাক্ষ করতে বাদ যাননি কেউই। এখানেই শেষ নয়, একাধিক অ্যাডভার্টাইজমেন্ট থেকেও সরিয়ে দেওয়া হয়েছে রূপঙ্করের গাওয়া অ্যাড জিঙ্গলস। এমনকি স্টেজ শোতেও দর্শকদের আকর্ষিত করতে পারেননি তিনি।
এমনকি স্টার জলসার রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’ থেকে রূপঙ্কর বাগচী এবং তাঁর স্ত্রীকে বাদ দেওয়ারও দাবী উঠেছে। অন্যদিকে বংলার সঙ্গীত জগতের নামজাদা শিল্পীরাও যে রূপঙ্কর বাগচীর আচরণে ক্ষিপ্ত হয়েছেন, প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষভাবে তারাও সেটা বুঝিয়ে দিয়েছে। যার প্রভার পড়ল রূপঙ্কর বাগচীর জীবনে।
পরিচালক আকাশ মালাকার নির্মিত ছবি ‘প্রথম বারে প্রথম দেখা’তে প্রথমে রূপঙ্কর বাগচীকে দিয়ে গান গাওয়ানো হলেও, ছবির এডিটিং-র সময় সেখান থেকে সরিয়ে দেওয়া হল রূপঙ্করের গান। আর সেই জায়গায় প্রস্তাব দেওয়া হল বিখ্যাত গায়ক অরিজিৎ সিংকে (arijit singh)।
এক পরিচালক বাদ দিলেও, অন্যদিকে প্রযোজক রানা সরকার দাঁড়িয়েছেন রূপঙ্করের পাশে। তিনি জানিয়েছেন, তাঁর ছবিতে গান গাওয়ার জন্য প্রস্তাব দেবেন রূপঙ্ককর বাগচীকে।