ভয়াবহ অর্থনৈতিক মন্দা আছড়ে পড়তে চলেছে গোটা বিশ্বে, এমনটাই জানালেন অর্থনীতিবিদ নুরিয়েল রুবিনি (nouriel roubini)। এটাই প্রথমবার নয়, পূর্বে ২০০৮ সালের আর্থিক বিপর্যয়ের পূর্বেও এমনটাই জানিয়েছিলেন তিনি। আর এবারে জানিয়েছেন, ২০২২ সালের শেষের দিকেই ভয়াবহ আর্থিক সমস্যার সম্মুখীন হতে চলেছে আমেরিকা। তবে সেই আঁচ পড়তে চলেছে গোটা বিশ্বেই।
জানিয়ে রাখি, ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার পূর্বাভাস দিয়েছিলেন যে সকল ব্যক্তিরা, তাঁদের মধ্যেও ছিলেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অফ বিজনেস-এ অধ্যাপক তথা অর্থনীতিবিদ নুরিয়েল রুবিনি। এমন ভবিষ্যৎবাণী করার কারণে তাঁকে আবার ‘ডক্টর ডুম’ও বলা হয়ে থাকে।
এক সাক্ষাৎকারে অর্থনীতিবিদ নুরিয়েল রুবিনি (nouriel roubini) বলেন, ‘অন্যসময় সাধারণ মন্দার ক্ষেত্রে ৩০ শতাংশ ধসে যায় শেয়ার বাজার। তবে এক্ষেত্রে প্রায় ৪০ শতাংশ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টাকে অর্থনৈতিক পরিভাষায় ‘এস অ্যান্ড পি ৫০০’ বলা হয়’। জানা গিয়েছে, অর্থনীতিবিদ নুরিয়েল রুবিনির ‘রুবিনি ম্যাক্রো অ্যাসোসিয়েটস’ নামে একটি সংস্থাও রয়েছে।
প্রসঙ্গত, ২০০৮ সালে আমেরিকার শেয়ার বাজারে যে ভয়াবহ ধস নামতে দেখা গিয়েছিল, তার পূর্বাভাস অনেক আগেই দিয়েছিলেন রুবিনি। সেইসময় খারাপ ঋণ আর আর্থিক অনাচারের চাপে সমগ্র ব্যাঙ্ক ব্যবস্থা রসাতলে যাওয়ার উপক্রম হয়েছিল। যার ফলে প্রবল আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল আমেরিকাবাসী। সেইসময় এই ঘটনার পূর্বাভাস দেওয়ার পর, এবার আসন্ন বিপদ সম্পর্কেও জানান দিলেন অর্থনীতিবিদ রুবিনি।
নুরিয়েল রুবিনি (nouriel roubini) জানান, আগামীদিনে যে ভয়াবহ মন্দার সম্মুখীন হতে চলেছে আমেরিকার সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব, তা ২০০২ সালের শেষ থেকে শুরু হয়ে চলবে ২০২৩ সালের শুরু পর্যন্ত। তিনি আরও জানান, এই মন্দা যখন আছড়ে পড়বে, তখন বহু প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, কর্পোরেট সংস্থার মৃত্যু ঘটবে এবং গোটা বিশ্ব তাদের নগ্নরূপ দেখবে’।