‘বন্দে ভারত এক্সপ্রেসে’র (Vande Bharot Express) সংখ্যা ক্রমাগত বাড়ানো হচ্ছে। ভারতের প্রায় সব বড় শহরে এই ট্রেন চালানো হচ্ছে। সম্প্রতি কলকাতার মানুষকে বন্দে ভারত উপহারও দিয়েছেন প্রধানমন্ত্রী। ট্রেনটি উদ্বোধনের পর থেকেই কোনো না কোনো কারণে বন্দে ভারত সবসময়ই শিরোনামে থাকে। বন্দে ভারত এক্সপ্রেসে বেশ কয়েকবার পাথর ছোড়ার খবর শিরোনামে ছিল। আবারও লাইমলাইটে এসেছে বন্দে ভারত।
তবে এবার ট্রেনে কেউ পাথর ছোড়েনি। ট্রেনে এক যুবকের সঙ্গে ঘটেছে অদ্ভুত এই ঘটনা। যা নিয়ে ঐ যুবকটি কখনো ভাবেনি যে এমনটা হবে। ট্রেনের সাথে সেলফি (Selfi) তুলতে বন্দে ভারতে উঠেছিলেন এক যুবক। কিন্তু এই সেলফি তোলাটাই ওই যুবকের কাছে ব্যয়বহুল হয়ে পড়েছে। ট্রেনে উঠে সেলফি তুলছিলেন ওই যুবক, আর ঠিক তখনই বন্ধ হয়ে যায় ট্রেনের দরজা। এরপর ওই যুবক ট্রেনে এদিক ওদিক দৌড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু ট্রেন থেকে নামতে পারেননি।
এরপর ট্রেন থেকে বের হওয়ার বা নামার জন্য তাকে প্রায় ১৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছিল। পরবর্তীতে তাকে জরিমানা হিসেবে টাকাও প্রদান করতে হয় টিটিকে, তবে সেটা সেলফি তোলার জন্য নয় দীর্ঘ রাস্তা ট্রেনে সফরের জন্য, যদিও সেটা অনিচ্ছাকৃত ছিল। খবর অনুযায়ী, বন্দে ভারতে সেলফি তুলতে ‘রাজমুন্দ্রি’ স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন ঐ যুবক। তখনই বন্ধ হয়ে যায় বন্দে ভারত ট্রেনের গেট।
Crazy selfie 🤳 enthusiasm 😄😄
Doors closed, he had to travel 200 kms due to selfieA suggestion to @SCRailwayIndia @RailMinIndia; implementing Public Address system about doors closing in xx time could be a helpful feature for actually boarding passengers with luggage, etc. pic.twitter.com/obuidVjXia
— Vijay Gopal (@VijayGopal_) January 17, 2023
বেশ কিছুক্ষণ পর যুবকটি বিজয়ওয়াড়া স্টেশনে পৌঁছে যায়। এর পরেই এই স্টেশনে ট্রেন থামলে ওই যুবক ট্রেন থেকে নামেন। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হল, উক্ত যুবককে রাজমুন্দ্রি স্টেশন থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ভাড়া দিতে হয়েছিলো, যা তিনি কখনো কল্পনা করেননি। সেলফি সংক্রান্ত অনেক মজার ঘটনাই প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে, তবে এই বিষয়টি ঐ যুবকের কাছে কিছুটা পীড়াদায়ক হলেও, বহু মানুষ এর মজা নিচ্ছে।