Skip to content

আমূল বদলে গিয়েছেন ‘হাম আপকে হ্যায় কৌন’র পূজা, রইল অভিনেত্রী রেণুকা শাহনের বর্তমান ছবি

  img 20220707 211116

  ‘দিদি তেরা দেওর দিওয়ানা’, গানটা শুনলেই একদিকে যেমন মাধুরী সলমন জুটির কথা মনে পড়ে যায়, তেমনই অন্যদিকে দিদি অর্থাৎ রেণুকা শাহনের (Renuka Shahane) মুখটাও ভেসে ওঠে দর্শকদের মনে। এই সিনেমাটি অর্থাৎ ‘হাম আপকে হ্যায় কৌন’ (Hum Aapke Hain Koun..!) তৎকালীন সময়ে দারুণ হিট করেছিল। আর এই ছবি দেখেনি এমন মানুষ বোধ করি খুঁজে পাওয়া দুস্কর। আজও যদি এই সিনেমাটি চালানো হয়, তাহলে হলমুখী হবেন বিরাট সংখ্যক দর্শক।

  img 20220707 211133

  ‘হাম আপকে হ্যায় কৌন’ (Hum Aapke Hain Koun..!) ছবিতে সমলন খান এবং মাধুরী দীক্ষিত দুর্দান্ত অভিনয় করেছিলেন। সেইসঙ্গে অনুপম খের, অলোক নাথ, মনীশ বাহলের মত বড় স্টারদের উপস্থিতিতে এই ছবি এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল। বক্স অফিসে দারুণ হিট করেছিল এই ছবি। সেইসঙ্গে করেছিল দারুণ ব্যবসাও।

  img 20220707 210947

  ছবিতে দেখানো হয়েছিল মাধুরীর দিদি পুজার সন্তান হওয়ার পর সে একদিন সিঁড়ি থেকে পড়ে যায়। আর এই দুর্ঘটনায় ছট শিশুটি তাঁর মাকে হারানোর পাশাপাশি গোটা পরিবার তাঁদের সংস্কারী বউমাকে হারায়। যার ফলে পরিবারে নেমে আসে অন্ধকার। সবার মুখ থেকে হাসি মুছে যায়। আর এই সময় দিদির সন্তানকে আগলে রাখেন মাধুরী। আর তারপরের গল্প সবারই জানা।

  img 20220707 211005

  তবে এই ছবিতে একজন সংস্কারী, লক্ষ্মীমন্ত, শান্ত, শিষ্ট বউমার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী রেণুকা শাহনকে (Renuka Shahane)। এই চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেত্রী। এরপর ধারাবাহিকে কাজ করার সিদ্ধান্ত নেন এবং সয়লাব, সুরভী এবং অন্তরাক্ষরির মতো ধারাবাহিকে কাজও করেন।

  img 20220707 211024

  জানিয়ে রাখি, মারাঠি লেখকের সঙ্গে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসলেও, সেই বিয়ে কিছুদিন পরই রেণুকা শাহনার (Renuka Shahane)। তারপর প্রবীণ অভিনেতা আশুতোষ রানার সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন তিনি। বর্তমান গ্ল্যামার জগত থেকে দূরে গিয়ে সুখে সংসার করেছেন এই অভিনেত্রী। তবে বিনোদন জগতের সঙ্গে সরাসরি এখন আর যোগ না থাকলেও, স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। মাঝে মধ্যেই নিজের সুন্দর সুন্দর ছবি শেয়ার করে নেন ভক্তদের মধ্যে। যা দেখে বোঝা যায়, আজও সমান সুন্দরীই রয়েছেন ‘হাম আপকে হ্যায় কৌন’ (Hum Aapke Hain Koun..!)র ‘পূজা’।