স্যোশাল মিডিয়া মানেই ভাইরালের দুনিয়া। আর হাতে ফোন থাকলে, সেই ভাইরালের দুনিয়ায় অবাধ বিচরণ চলে মোবাইল ব্যকহারকারীর। এর ফলে নেটদুনিয়া থেকে নানা ধরনের ভাইরাল ভিডিও (viral video) দেখে নিতে পারেন ব্যবহারকারী। যা তাঁর মনকে আনন্দ দেওয়ার পাশাপাশি অনেক কিছু শিক্ষাও দিয়ে থাকে।
নেটদুনিয়ায় প্রায়শই নানা ধরনের ভাইরাল ভিডিও ঘুরতে থাকে। যার মধ্যে বেশ কিছু হয় আনন্দের, কিছু হয় দুঃখের, আবার এমন কিছু ভিডিও থাকে যা নেটিজনদের বিশেষ কিছু শিক্ষাদান করে। আবার অনেক সময় এমন কিছু ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়, যা দেখে গায়ের রোম খাঁড়া হয়ে যায় নেটদুনিয়ার বাসিন্দাদের।
তবে সম্প্রতি সময়ে কিছুটা সেরকমই একটা ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। প্রথমে দেখে নিন সেই ভাইরাল ভিডিও (viral video)-
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, নদীর পাড়ে সম্ভবত জল খেতে আসা একটি গরুকে (cow) পেছন থেকে কামড়ে ধরেছে একটি কুমীর (Crocodylinae)। যা দেখে প্রথমটায় গরুর জন্য কিছুটা খারাপ লেগে থাকলেও, পরবর্তীতে স্বস্তি পান নেটনাগরিরা। কর্দমাক্ত জলে লুকিয়ে থেকে চুপিসারে পেছন থেকে জল খেতে আসা গরুকে কামড়ে ধরে কুমীরটা।
বেশকিছুক্ষণ গরুর (cow) পেছনের অংশ কামড়ে গরুটিকে জলে টেনে আনার চেষ্টা করে কুমীর (Crocodylinae)। তবে অন্যদিকে গরুও কিছু কম যায় না। সেও নিজের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে জল থেকে ডাঙায় উঠতে থাকে। এইভাবে কিছুক্ষণ পর কুমীরের মুখ থেকে নিজের শরীরের অংশকে ছাড়াতে সক্ষম হয় গরুটি। আর কুমীরের মুখ থেকে ছাড়া পেতেই প্রাণভয়ে দৌড় লাগায় গরুটিও।
স্যোশাল মিডিয়ায় মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিও ভাইরাল (viral video) হয়ে যায় মুহূর্তেই। ইতিমধ্যেই এই ভিডিওটি বহু মানুষ দেখে নেওয়ার পাশাপাশি লাইক করে দিয়েছেন প্রায় ২৮০০ মানুষ।