Skip to content

ছবিতে মায়ের সঙ্গে দেখতে পাওয়া বাচ্চাটি বাস্তবে একজন বড় অভিনেতা, এখন তাঁর ছেলেও অ্যাকশন হিরো!

  img 20220912 122037

  স্যোশাল মিডিয়া মানেই ভাইরালের (viral) দুনিয়া। এই জগতে প্রায়শই বিভিন্ন ধরনের ছবি ভিডিও ভাইরাল হতে থাকে। তবে সেসবের মধ্যে অনেক সময় কোন সেলিব্রিটির ছোটবেলাকার বিভিন্ন ছবির ভাইরাল হতে দেখা যায়। আর সেই ছবি ভাইরাল হতেই নেটিজনদের মধ্যে কৌতূহল জেগে ওঠে ছবিতে থাকা বাচ্চাটি বাস্তবে কোন সুপারস্টার।

  সম্প্রতি মায়ের সঙ্গে এক সেলেবের ছোটবেলার একটি ছবি ব্যাপকহারে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে সেই সেলেবকে তাঁর মায়ের সঙ্গে বেশ আনন্দের সঙ্গেই ছবি তুলতে দেখা গিয়েছে। সাদা কালো এই ছবিতে থাকা সেলিব্রিটি বাস্তব জীবনের কোন তারকা, তা জানার জন্য কৌতূহল বেড়েছে নেটনাগরিকদের মধ্যে।

  img 20220912 121803

  জানিয়ে রাখি, ছবিতে থাকা এই বাচ্চাটিকে বড় হয়ে মাধুরী থেকে মীনাক্ষী সহ অনেক বড় অভিনেত্রীর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও বেশকিছু ছবিতে আবার নেভেটিভ চরিত্রেও দেখা গিয়েছে এই বলি অভিনেতাকে। এমনকি তাঁর স্ত্রীও সেইসময়ে একজন শীর্ষ মডেল ছিলেন। শুধু তাই নয়, বর্তমানে তাঁর ছেলেও বলিউডের একজন জনপ্রিয় সুপারস্টার।

  এবার জানাই, ছবিতে থাকা এই ছোট বাচ্চাটি বাস্তবে বড় পর্দার জনপ্রিয় বলি অভিনেতা জ্যাকি শ্রফ (Jackie Shroff)। ১৯৮৩ সালে ‘হিরো’ ছবির মধ্য দিয়ে বিটাউনে আত্মপ্রকাশ করেন এই অভিনেতা। প্রায় তিনদশক ধরে অনেক বড় তারকার সঙ্গে চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি দর্শকমহলে নিজের একটা শক্তিশালী ইমেজও তৈরি করে নিয়েছেন এই অভিনেতা।

  img 20220912 121815

  জানা যায়, চলচ্চিত্র জগতে পদার্পণ করার পর অনেক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় জ্যাকি শ্রফকে (Jackie Shroff)। কেরিয়ার গড়ে তুলতে অনেক পরিশ্রম করেছেন তিনি। তবে বর্তমানে চলচ্চিত্র জগতে নিজের একটা শক্তিশালী জায়গা তিনি তৈরি করে নিয়েছেন। এমনকি বিটাউনে তিনি ‘জগগু’ নামেও পরিচিত। তবে এই জ্যাকি শ্রফের (Jackie Shroff) আসল নাম জয় কিষাণ শ্রফ। আর তাঁর ছেলে হলেন বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো টাইগার শ্রফ (Tiger Shroff)।