Skip to content

গাড়ি ঘোরাচ্ছে চরকির মতো, ব্যস্ত রাস্তায় কেরামতি দেখিয়ে বিপাকে চালক

    img 20230321 174153

    প্রতিভা মানব জীবনের বিশেষ একটি দিক। এটি কার মধ্যে কিভাবে আছে তা বলা যায় না। তবে নিজের প্রতিভাকে ভুল জায়গায় প্রদর্শন না করাই ভালো। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা মানুষ প্রশংসা করতে গিয়েও আটকে যাচ্ছে। কারণ তার প্রতিভা প্রদর্শনের স্থানটা হয়তো ভুল ছিল। যানবাহন ভর্তি রাস্তায় হঠাৎই এক যুবককে চার চাকা নিয়ে চরকির মত পাঁক খেতে দেখা গেলো, কিন্তু তারপর বিপাকে পরতে হলো তাকে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

    img 20230321 174247

    ব্যস্ত রাস্তা, বেশ যানবাহন চলাচল করতেও দেখা যাচ্ছে। হঠাৎ রাস্তার মোড়ে একটি চারচাকা গাড়ি নিয়ে কেরামতি দেখালেন এক যুবক। সিনেমার স্টাইলে গাড়িটিকে চরকির মত করে পাক খাওয়ালেন বেশ কয়েক বার। এমন পরিস্থিতি দেখে বিপদ এড়াতে আশেপাশের গাড়িগুলো কেউ দাঁড়িয়ে যেতে হয়। যুবকের এই কাণ্ড দেখে চার পাশের লোকজনও ছুটে আসে।

    ভিডিওতে দেখতে পাওয়া ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দরের। ভরা রাস্তায় এভাবে গাড়ি চালানোর কারণে গাড়ি চালক অর্থাৎ অভিযুক্ত ঐ যুবককে আটক করেছে পুলিশ। এর পাশাপাশি তার দামি গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ভিডিওটিতে প্রথমে যেটা দেখা যায়, স্বাভাবিক গতিতেই গাড়ি চালিয়ে আসছিলেন এক ব্যাক্তি। রাস্তার মোড়ে পৌঁছেই হঠাৎ গতি বাড়িয়ে দেন তিনি।

    এরপর গাড়িটিকে ইউটার্ন করে বেশ কয়েক বার গোল করে একই স্থানে পাঁক খায়, এবং তারপর গাড়ি নিয়ে তার নির্দিষ্ট পথে এগিয়ে যান। তখন রাস্তায় উপস্থিত অনেকেই যুবকের গাড়ি চালানোর ভিডিও রেকর্ড করেছিলেন। খবর অনুযায়ী, গত রবিবার এই ভিডিও ট্র্যাফিক পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এই ভিডিয়ো হাতে পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।

    ভিডিও রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত গাড়ির চালককে চিহ্নিত করা হয়। এরপর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ধারা এবং মোটর ভিকেলস আইনী মামলা দয়ার করা হয়। পুলিশ ঐ যুবকের গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। এবং অভিযুক্তের গাড়ি চালানোর লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করেছে পরিবহন দপ্তর।