সম্প্রতি শুরু হওয়া শার্ক ট্যাঙ্ক সিজন ২ (shark tank india 2)-এ বহু মানুষ তাঁদের নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে বিচারকদের সামনে তুলে ধরেছেন। এই শোতে আসা ব্যক্তিরা তাঁদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমাজের জন্যও বিশেষ কিছু করতে চান। আর বিচারকরা তাঁদের কথা শুনে অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন।
কিছুদিন হল শার্ক ট্যাঙ্কের একটি নতুন টিজার প্রকাশিত হয়েছে। আর সেখানে দেখানো হয়েছে শিশুদের পণ্য থেকে শুরু করে চিজ কেকের ব্যবসাও সেখানে তুলে ধরা হয়েছে। এখানে আবার দুটি মেয়ে তাঁদের ব্যবসায়িক ধারণা শার্কদের সামনে তুলে ধরার পাশাপাশি তিনজন ব্যক্তি তাঁদের কোম্পানি ‘বুনিক’ নিয়ে আলোচনা করেন। এছাড়াও অনেকে তাঁদের ব্যবসা নিয়ে শার্কদের সামনে প্রকাশ করেন।
এরই মধ্যে এক ব্যক্তি জানান, তিনি ছোট থেকেই হিল পড়তে পছন্দ করেন, কিন্তু দোকানে গিয়ে হিল কিনতে চাইলে, দোকানদাররা তাঁকে দেখে হাসাহাসি করত। আর বলত এগুলো মেয়েদের জন্য। এই পরিস্থিতিতে শার্ক ট্যাঙ্কে ওই ছেলেটি সঙ্গে উপস্থিত এক মহিলা জানান, এই বিষয়টিকে তিনি স্বাদরে গ্রহণ করেন এবং তিনি ঠিক করেন ওই ছেলেটিকে নিজের মত করেই জীবন যাপন করতে দেবেন।
শোতে উপস্থিত বিচারকরা ওই মহিলার কথা শুনে মুগ্ধ হন। একজন শার্ক অনুপম মিত্তল (Anupam Mittal) তাঁদের কোম্পানির জন্য ৫০ লক্ষ টাকা বিনিয়গের প্রস্তাব দেন এবং সেইসঙ্গে তাঁদের কোম্পানির এক তৃতীয়াংশ শেয়ার দাবী করেন। তবে এটাই দেখার শার্কের প্রস্তাব পেয়ে ঠিক কি সিদ্ধান্ত নেয় ওই কোম্পানির সদস্যরা।
জানিয়ে রাখি, এখনও অবধি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সিজন ২-এ নানা ধরনের ব্যবসায়িক ধারণা সামনে এসেছে। কিছুদিন আগেই এক ৮৫ বছর বয়স্ক ব্যক্তি টাক মাথায় চুল গজানোর জন্য এক বিশেষ তেল তৈরি করে শার্ক ট্যাঙ্কে আসতেই, বিচারকরা তা দেখে হতবাক হয়ে যান।