Skip to content

হাতির সামনে কোমর দুলিয়ে নাচল বাচ্চা মেয়েটি, হাতিও রিপ্লাই দিয়ে কান দুলিয়ে নেচে দেখাল! দেখুন ভাইরাল ভিডিও

  img 20220923 214658

  স্যোশাল মিডিয়া মানেই ভাইরালের দুনিয়া। এখানে প্রতিনিয়ই নানা ধরনের ভিডিও শেয়ার হচ্ছে। আর সেইসকল ভিডিওর মধ্যে যে ভিডিও একবার নেটিজনদের মনে ধরে যাবে, তা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। আর তখন সেই ভিডিওই ঘুরত দেখা যাবে সকল নেটিজনদের মোবাইলে স্ক্রিনে।

  নেটদুনিয়ায় এই সকল ভাইরাল ভিডিও (viral video) নানা ধরনের হয়ে থাকে। কখনও তা হয় মজাদার, কখনও বা শিক্ষণীয়। আবার অনেক সময় অনেক ভাইরাল ভিডিও দেখে চোখে জল চলে আসে নেটিজনদের। তবে সম্প্রতি সময়ে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে বেশ মজা পেলেন নেটনাগরিকরা।

  আপনিও যদি না দেখে থাকেন, তাহলে একবার দেখে নিন সেই ভাইরাল ভিডিও (viral video)-

  ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে এবং একটি হাতিকে (elephant)। যেখানে দুজনকেই নাচতে দেখা যাচ্ছে। তবে সেই নাচ হচ্ছে গানের তালে তালে। প্রথমে গানের সুরে বাচ্চা মেয়েটিকে কোমর দুলিয়ে নাচতে দেখা যায়। আর তারপর দেখা যায় বাচ্চা মেয়েটির নাচ নকল করে কান দুলিয়ে নাচছে সামনে থাকা বিশালাকার হাতিটি। হাতির নাচ দেহে ভয় না পেয়ে, বেজায় খুশি সেই বাচ্চা মেয়েটিও।

  নেটদুনিয়ায় এই ভিডিও শেয়ার হতেই দাবানলের মত তা ভাইরাল হয়ে গিয়েছে। আর সেইসঙ্গে এই ভাইরাল ভিডিও (viral video) দেখে বেশ মজা নিতে শুরু করেছেন দর্শকরা। এখানেই শেষ নয়, এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট হোল্ডার দীপাংশু কাবরা ক্যাপশনে লিখেছেন, ‘কে ভালো করছে?’ এমন ক্যাপশন দেখে আবার কমেন্ট করতেও শুরু করে দিয়েছে নেটদুনিয়ায় বাসিন্দারা।