ধারাবাহিক (serial) মানেই সেখানে বাস্তব বহির্ভূত বিভিন্ন জিনিস দেখানো হয় বলে দাবি দর্শকদের। কখনও দেখানো হচ্ছে নায়কের ২-৩ টে বিয়ে, তো আবার কখনও নায়িকাকে কখনই শান্তিতে থাকতে দিচ্ছে না পরিবারের মধ্যে থাকা ভিলেনরা। এখন তো আবার অন্ধবিশ্বাস, কুসংস্কারও দেখানো হচ্ছে ধারাবাহিকের মধ্যে। আর এই নিয়েই ঘোর আপত্তি দর্শকদের।
সম্প্রতি জি বাংলার ধারাবাহিক ‘গৌরী এল’ (Gouri Elo)র উপর রোষে ফেটে পড়ল নেটিজনরা। এই ধারাবাহিকে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযগ তুলেছে দর্শকদের একাংশ। যার ফলে টিআরপি তালিকায় প্রথম স্থানে থাকা এই ধারাবাহিক বয়কটের ডাক দিচ্ছে নেটদুনিয়ার নাগরিকরা।
এই ধারাবাহিকে প্রথম থেকেই কুসংস্কারাচ্ছন্ন কিছু বিষয় দেখানো হয়েছে। দেখানো হয়েছে, ধারাবাহিকের (serial) নায়িকা গৌরী মা কালীর অংশ এবং মা ঘোমটা কালী তাঁর সহায় থাকার কারণে, একাধিকবার নানারকম বিপদ থেকে মা কালী তাঁকে রক্ষা করেন।
বিভিন্ন সময়ে দেখানো বিভিন্ন অলৌকিক ঘটনা মেনে নিলেও, এবারে কিছুদিন ধরে এই ধারাবাহিকে দেখানো গল্প মানতে নারাজ দর্শকরা। সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হয়েছে, ঈশানের সঙ্গে গৌরীর দ্বিতীয় বিবাহের পর ফুলশয্যার রাতেই গৌরীকে ঘর থেকে তুলে এনে দেবী মা বলে মন্দিরে প্রতিষ্ঠা করে ছোট দাদু। আর তারপর থেকেই দেখানো শুরু হয় নানা আজগুবি গল্প।
এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে, মায়ের মন্দিরে বসে গৌরী ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে চলেছেন। মুমূর্ষ রোগীদের তাঁর কাছে আনতেই বিনা চিকিৎসায়, পুরিয়া খাইয়ে তাঁদের বাঁচিয়ে তুলছেন গৌরী। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ছোট দাদু ভক্তদেরকে মোটা টাকা দক্ষিণা দেওয়ার কথা বলেন। কিন্তু চোখের সামনে এসব কিছু দেখেও কিছু করতে পারছেন না গৌরীর ডাক্তার স্বামী ঈশান। শতবার বোঝানোর চেষ্টা করেও, ব্যর্থ হচ্ছেন।
ধারাবাহিকে (serial) এই সমস্ত আজগুবি গল্প আর নিতে পারছেন দর্শকরা। স্যোশাল মিডিয়ায় এইসব নিয়ে ট্রোল করার পর এই ধারাবাহিক বয়কটের ডাক দিচ্ছেন নেটপাড়ার বাসিন্দারা।