Skip to content

স্টার জলসার দেখাদেখি শুরু করবে জি বাংলাও! ‘পঞ্চমী’র প্রতিদ্বন্দ্বীতায় নাগিনের মুখ্য চরিত্রে থাকবে এই অভিনেত্রী

    img 20221227 185138

    বর্তমান সময়ের দর্শকদের মধ্যে পুরনো ধারাবাহিক (serial) দেখার প্রবণতা বেশ অনেকখানিই কমে গিয়েছে। দর্শকদের মধ্যে বেশি আগ্রহ দেখা যাচ্ছে নতুন ধারাবাহিকগুলো নিয়ে। বিভিন্ন চ্যানেলগুলোতে এখন নতুন গল্প নিয়েই শুরু হচ্ছে নতুন নতুন ধারাবাহিক। একদিকে যেমন নতুন ধারাবাহিকগুলোতে নতুন নতুন অভিনেতা অভিনেত্রীদের দেখা যাচ্ছে, তেমনই দেখা যাচ্ছে ভিন্ন স্বাদের গল্পও।

    এসবের মধ্যে স্টার জলসায় নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘পঞ্চমী’ নিয়ে দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। ভিন্ন স্বাদের এই ধারাবাহিক নতুন শুরু হলেও, মন ছুয়ে গিয়েছে দর্শকদের। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী সুস্মিতা দে’কে। এই গল্পের মূল বিষয়বস্তু হল নাগ নাগিনী এবং নাগ দেবতার অলৌকিক শক্তি।

    img 20221227 184914

    একদিকে স্টার জলসার এই নতুন গল্প দেখে দর্শকদের মনে ইচ্ছা জেগেছে এই ধারাবাহিকে কিংবা নতুন চ্যানেলে আরও একটি এমন ধরনের গল্প এনে মুখ্য চরিত্রে রাখা হোক অভিনেত্রী ইধিকা পালকে (idhika paul)। ‘কপাল কুন্ডলা, ‘রিমলি’, ‘পিলু’র পর বহুগুণ বেড়ে গিয়েছে এই অভিনেত্রীর জনপ্রিয়তা। তাঁর ভক্তরা এখন তাঁকে নাগিনী বেশে দেখার অপেক্ষা করছে।

    স্যোশাল মিডিয়ায় এক নেটিজন লিখেছেন, “#ইধিকা -দিকে নাগিন সাজে দারুণ মানাবে। #পঞ্চমীতে ইনাকে ভিলেন নাগিন রুপে আনলে জমে যাবে। নয়তো #জী_বাংলা প্লিজ ইনাকে লিড করে নাগিনের নতুন একটা সিরিয়াল আনুন…. “। দর্শকদের পক্ষ থেকে এমন আবদার এলেও, ভবিষ্যতে ঠিক করবেন, তা শুধুমাত্র ধারাবাহিক নির্মাতারাই জানেন।

    img 20221227 184827

    রূপে গুণে এবং অভিনয়ে সবদিক থেকেই সমান সুন্দরী এই অভিনেত্রীর ফ্যান সংখ্যাও নেহাত কম নয়। নেটদুনিয়ায় অসংখ্য ফ্যান সংখ্যা এই অভিনেত্রীর। আর তাঁর ফ্যানরা চাইছেন আবারও ছোটপর্দায় ফিরে আসুক তাদের প্রিয় এই অভিনেত্রী।