সম্প্রতি সময়ে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের আধিপত্য বিস্তার করছেন এবং দাপট দেখাচ্ছেন অভিনেতা “কার্তিক আরিয়ান” (Kartick Ariyan)। বর্তমান সময়ে সিনেমা প্রেমীরা তার অভিনয়ের পাগল। সম্প্রতি মুক্তি পাওয়া তার ছবি ‘ফ্রেডি’ দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। ফ্রেডি ছবির আগে, তার ছবি ভুল ভুলাইয়া ২ বক্স অফিসে ব্যাপক দোলা দিয়েছিল। এর পাশাপাশি চলতি বছরের সেপ্টেম্বরে ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজি তৃতীয় অংশ ‘আশিকি ৩’ ছবির ঘোষণাও পাওয়া গিয়েছিলো।
এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান’কে। তবে এই ছবিতে নায়িকা কে হতে চলেছেন তা নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরেই। এবার এই ছবির প্রধান অভিনেত্রীকে নিয়ে নতুন খবর সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ছবির প্রযোজক মুকেশ ভাট জানিয়েছেন, এই ছবিতে তিনি কার্তিক আরিয়ানের বিপরীতে নতুন মুখ আনবেন।
তিনি বলেছেন যে, ‘আমি এই কাজটি খুব দ্রুত করছি এবং এখনও আমরা সেই অভিনেত্রীকে খুঁজছি। এই ছবির জন্য আমরা নতুন মুখ আনতে চাই। আমরা আমাদের স্ক্রিপ্টও প্রস্তুত করছি। আগামী বছরেই ছবির শুটিং শুরু হবে’। যদি আশিকি ছবির কথা বলা হয়, তাহলে ১৯৯০ সালে মুক্তি পেয়েছিলো এই ছবির প্রথম খণ্ড ‘আশিকি’। এই ছবিতে অভিনয় করেছেন রাহুল রায় এবং অনু আগরওয়াল।
এরপর ২০১৩ সালে মুক্তি পায় এই ছবির দ্বিতীয় অংশ আশিকি ২। এই ছবিতে প্রধান চরিত্রে ছিলেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। এই দুটি ছবিই মানুষ খুব পছন্দ করেছিল। আশিকি ২ ছবির পাশাপাশি এই ছবির গানগুলিও মানুষের ঠোঁটে এখনো লেগে রয়েছে। এখন দেখার বিষয় আশিকি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশটি মানুষের মধ্যে কী বিস্ময় দেখায় এবং জনগণের কাছ থেকে কতটা ভালোবাসা পায়।