Skip to content

স্যোশাল মিডিয়ায় ভাইরাল হল ৮৩ বছরের পুরোন বিল! টাকার অঙ্ক দেখে মাথায় হাত নেটিজনদের

  img 20230211 200547

  এই আধুনিক যুগে বিদ্যুৎ (electric) ছাড়া এক মুহুর্তও মানুষ থাকতে পারেন না। সব কাজেই বিদ্যুৎ প্রয়োজন হয়ে থাকে। বিদ্যুৎ ছাড়া এক মুহূর্তও থাকার কথা ভাবতে পারে না মানুষজন। তবে বর্তমান দিনে বেশ আকাশছোঁয়া হয়ে উঠেছে এই বিদ্যুতের বিল (electric bill)। তা সত্ত্বেও প্রতি মুহূর্তেই বিদ্যুতের প্রয়োজন হয় সকলেরই।

  সম্প্রতি সময়ে এমন একটি বিদ্যুতের বিল ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়, যা দেখে রীতিমত চক্ষুচড়কগাছ হয়ে গিয়েছে সাধারণ মানুষের। ১৯৪০ সালের সেই বিদ্যুতের বিল দেখে বোঝা যায়, বর্তমান মুদ্রাস্ফীতি (Inflation) ও মূল্যবৃদ্ধির হার। কিভাবে সময়ের পরিবর্তে বেড়েছে অর্থের মূল্যও।

  img 20230211 200651

  প্রায়সময়ই স্যোশাল মিডিয়ায় কোনও রেস্তোরাঁর বিল, তো কখনও আবার পেট্রোল পাম্পের বিল, আবার কখনও পুরোনো রেলের টিকিটের ছবিও ভাইরাল হতে দেখা গিয়েছে। তবে এবার ভাইরাল হতে দেখা গেল ৮৩ বছর পুরোনো একটি বিদ্যুতের বিল। আর এই বিলে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির সারা মাসের বিদ্যুতের বিল এসেছে মাত্র ৫ টাকা।

  এই বিল দেখে ধারণা করা যাচ্ছে, এটি মুম্বইয়ের একটি গৃহস্থ বাড়ির। মুম্বই হেরিটেজ নামক এক ট্যুইটার থেকেই এই ছবিটি ভাইরাল হয়েছে। আর এই বিদ্যুতের বিল দেখে রীতিমত চমকে উঠেছে নেটিজনরা। বিলটি ভালো ভাবে দেখলে বুঝতে পারবেন, বিদ্যুৎ খরচ বাবদ ওই ব্যক্তির খরচ হয়েছে মাত্র ৩ টাকা ১০ পয়সা। আর সেইসঙ্গে বাকি ট্যাক্স বাবদ বাকি টাকা দিয়ে, মোট বিল হয়েছে ৫ টাকা।

  এখানে বিলের তারিখ দেখা যাচ্ছে ১৫ ই অক্টোবর ১৯৪০ সাল। আর এই বিল দেখে বোঝা যাচ্ছে, স্বাধীনতারও ৭ বছর আগের এই বিলটি। বর্তমান সময়ে এক ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা। আবার বেশ কিছু জায়গায় এটি আবার ৮ থেকে ১০ টাকা অবধিও পৌঁছে যায়।