Skip to content

ক্রিকেট জগতের ৪ সুন্দরী খেলোয়াড়, যারা রূপের সৌন্দর্য্যে মাত দেবে বলি হিরোইনদেরও

    পুরুষদের পাশাপাশি বর্তমান দিনে মহিলা ক্রিকেটও (women’s cricket) সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে। মহিলা ক্রিকেটররাও প্রশংসিত হচ্ছে সমানভাবে। ভারতীয় হোক কিংবা বিদেশী, পুরুষদের ক্রিকেটের মত করেই মহিলা ক্রিকেটকেও (women’s cricket) উৎসাহ দেওয়া হয়। বর্তমান প্রজন্মের বফু মেয়ে এখন ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন।

    তবে মহিলা ক্রিকেট (women’s cricket) দলে এমন অনেক মহিলারা রয়েছেন, যারা এককথায় রূপে লক্ষ্মী, গুনে সরস্বতী। ক্রিকেটের দুনিয়ায় না এসে, তারা যদি চলচ্চিত্র জগতে যেতেন, তাহলেও সমানভাবে প্রশংসা অর্জন করতেন।

    প্রিয়া পুনিয়া (Priya Punia)- ভারতীয় ক্রিকেট দলের অন্যতম এক ক্রিকেটার হলেন প্রিয়া পুনিয়া। মেয়ে হয়ে ক্রিকেট খেলবে, এমন ব্যঙ্গার্থক কথাও তাঁকে শুনতে হয়েছে। কিন্তু মেয়ের স্বপ্ন সফল করতে জমি বিক্রি করে প্রিয়াকে ক্রিকেট মাঠ বানিয়ে দেন তাঁর বাবা। এরপর নিজের চেষ্টায় ২০১৮ সালে ভারতীয় দলে নিজের জায়গা করে নেয় প্রিয়া।

    ছোট থেকেই খেলার প্রতি আগ্রহ থাকায়, আজকের দিনে সকল ব্যর্থতাকে পিছিয়ে, এগিয়ে গিয়েছেন প্রিয়া। ভারতীয় এই ক্রিকেটার মাঝে মধ্যেই স্যোশাল মিডিয়ায় নিজের সুন্দর সুন্দর ছবি আপলোড করেন। তাঁর সেই ছবি কোন অংশে কোন নায়িকার থেকে কম নয়।

    এলিসি পেরি (Ellyse Perry)- অস্ট্রেলিয়ার এলিসি পেরিকে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ক্রিকেটার হিসাবে গণ্য করা হয়। একমাত্র মহিলা খেলোয়াড় যিনি ক্রিকেট ও ফুটবল উভয় বিশ্বকাপেই অংশগ্রহণ করেছিলেন। মাত্র ১৬ বছর বয়সেই খেলার দুনিয়ায় নাম লেখান এই সুন্দরী খেলোয়াড়। স্যোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না থাকলেও, তাঁর নতুন ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা।

    কাইনাত ইমতিয়াজ (Kainat Imtiaz)- ঝুলন গোস্বামীর অনুপ্রেরণায় মুগ্ধ হয়ে ক্রিকেটকেই নিজের ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছেন কাইনাত ইমতিয়াজ। খেলার প্রতি এতোটাই ভালোবাসা থাকার কারণে খুব অল্প বয়সে ক্রিকেটে যোগ দিয়ে পাকিস্তানের ‘ক্রাশ গার্ল’ হয়েছেন এই সুন্দরী ক্রিকেটার।

    স্মৃতি মন্থনা (Smriti Mandhana)- ভারতীয় দলের একজন সফল ক্রিকেটার হলেন স্মৃতি মন্থনা। ক্রিকেটের পাশাপাশি অসাধারণ সৌন্দর্যের অধিকারীও তিনি। নিজের ভালো পারফরম্যান্স দিয়ে নিজের একটা শিক্তশালী জায়গা করে নিয়েছেন ক্রিকেটের মাঠে।