Skip to content

দেশের বেস্ট সেলিং ইলেকট্রিক গাড়িতে এবার ব্যাপক ছাড়! বিশেষ অফার দিচ্ছে এই কোম্পানি

    img 20230214 151117

    মূল্যবৃদ্ধির বাজারে মানুষ আজ দিশেহারা। সাধারণ জীবন যাপনও এখন বেশ ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য সুখবর দিল “Tata Motors”। গাড়ি দাম কমানোর এক বিশেষ অফার দিল ভারতের বেস্ট সেলিং ইলেকট্রিক চার চাকার। শুনতে অবাক লাগলেও, Tata Nexon EV-র দামে বেশকিছুটা ছাড়ের সুযোগ করে দিল টাটা সংস্থা। যার ফলে কিছুটা হলেও স্বস্তি ছায়া দেখা যাবে গ্রাহকদের চোখে মুখে।

    img 20230214 151153

    বর্তমান সময়ে Tata Nexon EV ভারতের বেস্ট সেলিং ইলেকট্রিক চার চাকা বলে মনে করা হচ্ছে। এই গাড়ির শোরুমের বাইরে ক্রেতাদের লম্বা লাইন দেখা গেলেও, কিছু ক্রেতা আছেন যাদের সাধ থাকলেও, সাধ্যের পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে গাড়ির মূল্য। এবার সেইসকল গ্রাহকদের জন্যই এই বিশেষ অফার নিয়ে এল টাটা।

    জানিয়ে রাখি, এই Tata Nexon EV-র এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ১৪.৯৯ লক্ষ টাকা থেকে। আর সেই কারণে অনেকের কাছেই এই গাড়ি কেনা কিছুটা হলেও দুঃসাধ্য হয়ে যাচ্ছে। সেই কারণে ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে এক দুর্দান্ত অফার নিয়ে এসেছে এই সংস্থা। যাতে করে গ্রাহক এই গাড়ি কেনার সময় ছাড় পেতে পারেন প্রায় ১.৬ লক্ষ টাকা পর্যন্ত।

    এই গাড়ির থাকা একাধিক ভেরিয়েন্ট এবং ট্রিমের মধ্যে EV Prime এবং EV Max এই দুটি গাড়ির 2022 মডেলের উপর ভারী ডিসকাউন্টের ঘোষণা করেছে টাটা সংস্থা। বলা হয়েছে, EV Prime এই মডেলের উপর প্রায় ৯০ হাজার টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। অন্যদিকে ৮০ হাজার টাকা ছাড়ের ঘোষণা করা হয়েছে EV Max এই মডেলের উপরও।

    img 20230214 151318

    এখানেই শেষ নয়, আবার সম্প্রতি Tata Nexon EV-র Prime মডেলের উপর আরও ৫০ হাজার টাকা ছাড়ের ঘোষণার পর দাম দাঁড়িয়েছে ১.৪০ লক্ষ টাকা। অন্যদিকে EV Max মডেলের উপর আরও ৮৫ হাজার টাকা ছাড় দেওয়ার পর দাঁড়িয়েছে ১.৬৫ লক্ষ টাকা। ধারণা করা হচ্ছে, প্রতিযোগিতার বাজারে সম্প্রতি লঞ্চ হওয়া Mahindra XUV400-কে টেক্কা দেওয়ার জন্যই এমন পরিকল্পনা নিয়েছে টাটা গ্রুপ।