দেশের সুরক্ষার্থে সর্বদাই ভারত সরকার কাজ করে চলেছে। দেশ যত আধুনিক হচ্ছে, অস্ত্র ভাণ্ডারও তত বেশি করে আধুনিক এবং উন্নত হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবেশি কোন দেশ হামলা করলে, ভারত (india) যাতে পিছিয়ে না থাকে সেই কারণে প্রতিনিয়তই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বর্তমান সময়ে নতুন এবং আধুনিক বিমান তৈরি করে ভারত সরকার বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই কাজে এগিয়ে এসেছে টাটা গ্রুপের (tata group) কর্ণধার রতন টাটা। জানা গিয়েছে, ভারত সরকারের সঙ্গে টাটা গ্রুপের (tata group) চুক্তি হয়েছে এবং দেশীয় ভাবেই ভারতীয় বিমানবাহিনীর (indian air force) ব্যবহৃত বিমানগুলি তৈরি করা হবে।
Tata Sons to build a military aircraft. It has already acquired the rights to a German high-altitude twin-engine aircraft. A first in India.
@MugdhaCNBCTV18 brings you this report
Join @shreyadhoundial on #New18Debrief pic.twitter.com/otdwyikFhF
— News18 (@CNNnews18) February 4, 2021
বর্তমান সময়ে ভারতের সুরক্ষার দায়িত্ব ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রাচীনতম কোম্পানির উপর দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই টাটা গ্রুপের তৈরি যুদ্ধবিমান এবং অস্ত্র ব্যবহার করবে ভারতীয় বিমান বাহিনী (indian air force)। যার ফলে প্রতিরক্ষা খাতে আরও একধাপ এগিয়ে যাবে ভারত (india)।
রিপোর্ট বলছে, ফাইটার এয়ারক্রাফ্ট F-21-র ডানা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে টাটা গ্রুপের উপর। ধারণা করা হচ্ছে, টাটা গ্রুপ দ্বারা নির্মিত F-21 ফাইটার এয়ারক্রাফ্ট ভারতীয় বায়ুসেনার জন্য সেরা প্রমাণিত। আর এই বিষয়টা মেক ইন ইন্ডিয়া অভিযানকে আরও বেশি করে উৎসাহিত করবে।
ধারণা করা হচ্ছে টাটা গ্রুপ (tata group) দ্বারা নির্মিত এই যুদ্ধবিমান এবং অস্ত্র ভারতীয় বিমান বাহিনীকে (indian air force) অনেকটাই সাহায্য করতে পারবে। শত্রুপক্ষের সামনে এই অস্ত্র শস্ত্র কতোটা কার্যকারী হবে, তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশ।