বিটাউনের অভিনেত্রীদের গ্ল্যামারে মুগ্ধ গোটা দুনিয়া। কথায় বলে, বলিউডের মত গ্ল্যামার অন্য ইন্ডাস্ট্রিতে খুব কমই দেখা যায়। এককথায় বিটাউনের নায়িকাদের যেন স্বর্গের অপ্সরাদের মত দেখতে। তাঁদের সৌন্দর্য্যের কাছে হার মানতে বাধ্য যে কোন মডেল। এক একটি সিনেমায় তাঁদের এক একরম রূপে দেখা যায়।
তবে এই চলচ্চিত্রের রূপের পেছনে রয়েছে মেকআপহীন তাঁদের আসল চেহারা, যে রূপে দেখলে ফ্যানেরাই তাঁদের আইডলকে চিনতে ভুল করবে। এমন অনেক অভিনেত্রীই রয়েছেন যারা মেকআপ ছাড়া পুরো বুড়িদের মতন দেখতে।
দেখে নিন মেকআপ ছাড়া বলিউডের অভিনেত্রীরা ঠিক কেমন।
আলিয়া ভাট (Alia Bhatt)- বলিউডের আর এক প্রথম সারির অভিনেত্রী হলেন আলিয়া ভাট। ভাট পরিবারের এই ছোট মেয়ে অল্প সময়ের মধ্যেই অভিনয় দুনিয়ায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন। মেকআপ ছাড়া তাঁকে সুন্দর লাগলেও, মেকআপের পর তাঁকে আরও গ্ল্যামারাস লাগে।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- বলিউডের খ্যাতনামা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন দীপিকা পাডুকোন। বিটাউনের একাধিক নায়কের সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়লেও, বর্তমানে রণবীর সিং-র সঙ্গে চুটিয়ে সংসার করার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। মেকআপ ছাড়া এই অভিনেত্রীকে খুবই সাধারণ দেখতে।
কারিনা কাপুর (Karina Kapoor)– কাপুর বংশ বলুন কিংবা খান পরিবার, দুদিক থেকেই সম্পর্ক রয়েছে করিনা কাপুরের। বহুদিন ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। করিনা কাপুরকে মেকআপ ছাড়া অদ্ভুত দেখতে লাগলেও, কিন্তু তিনি স্যোশাল মিডিয়ায় তাঁর এই সাদামাটা ছবিই আপলোড করেন। বর্তমান সময়ে দুই সন্তানকে নিয়ে সইফ আলি খানের সঙ্গে জমিয়ে সংসার করার সঙ্গে সঙ্গে কেরিয়াদের দিকেও ফোকাস করছেন বেবো।
ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)- ক্যামেরার সামনে আজও যেন সুইট সিক্সটিনই দেখতে লাগে প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চনকে। তবে ঐশ্বর্যর রূপের মাধুর্য্য ক্যামেরার সামনে যতোটা দেখা যায়, ক্যামেরার পেছনেও ঠিক ততোটাই দেখা যায়।
অনুষ্কা শর্মা (Anushka Sharma)- অনুষ্কা শর্মা হলেন বিটাউনের এমন এক অভিনেত্রী, যাকে মেকআপ ছাড়াও বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু তিনি যখনই ক্যামেরার সামনে আসেন, তখনই মেকআপ করেই আসেন। বর্তমান সময়ে বিরাট কোহলি এবং মেয়ের সঙ্গে বেশ ভালোই সংসার এবং কেরিয়ার সামলাচ্ছেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- শুধুমাত্র হিন্দি নয়, হলিউডেও কাজ করতে দেখা গিয়েছে বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। মেকআপ ছাড়া খুব একটা সুন্দর দেখতে নয় এই অভিনেত্রীকে। মেকআপের পর অন্যন্য সুন্দর লাগে প্রাক্তন মিশ ওয়ার্ল্ডকে। বর্তমান সময়ে নিক জোনাসের সঙ্গে মন দিয়ে সংসার করার পাশাপাশি অভিনয় জগতটাকেও সামলে চলছেন অভিনেত্রী।
মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)- বিটাউনের অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন গ্ল্যামারাস অভিনেত্রী হলেন মাধুরী দীক্ষিত। অভিনয়ের পাশাপাশি অসাধারণ নৃত্য পরিবেশন করতেও দেখা যায় তাঁকে। তবে জানা যায়। অভিনয়ের সময় তাঁকে ঠিক যতোটা সুন্দর লাগে, বাস্তব জীবনে মেকআপ ছাড়া ঠিক ততোটাই সুন্দর তিনি।