Skip to content

পরিবারে নতুন সদস্য এল দীপার, মাত্র ১৯ বছর বয়সেই নিজের গাড়ি কিনে স্বপ্নপূরণ করলেন স্বস্তিকা

    img 20221116 134946

    বর্তমান সময়ের স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। গত সপ্তাহে টিআরপির তালিকায় তৃতীয় স্থান দখল করে নিয়েছিল এই ধারাবাহিক। সূর্য-দীপার মধ্যে চলতে থাকা টানটান টানাপোড়েনের মধ্যে আবার মৃত্যুমুখে রয়েছেন দীপা। সবমিলিয়ে চলতি সময়ে এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকার শুরুর দিকেই রয়েছে।

    এরই মধ্যে স্যশাল মিডিয়ায় সুখবর দিলেন দীপা ওরফে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (swastika ghosh)। ইন্ডাস্ট্রিতে নবাগতা হলেও, দীর্ঘ স্ট্রাগলের পর কিছুটা স্বস্তির মুখ দেখেছেন তিনি। ঘরে তাঁর এল নতুন সদস্য। অনেকদিনের স্বপ্ন এবার হল পূরণ।

    img 20221116 135025

    দক্ষিণ চব্বিশ পরগনার মেয়ে স্বস্তিকা উচ্চমাধ্যমিক পাশ করে ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিকের হাত ধরে প্রথম পা রাখেন গ্ল্যামার দুনিয়ায়। এরপরই তাঁর কাছে আসে ‘অনুরাগের ছোঁয়া’ (anurager chhowa) ধারাবাহিকে মুখ চরিত্রে অভিনয়ের সুযোগ। আর তারপর বাকিটা দর্শকমহলের আশির্বাদ।

    img 20221116 135036

    তবে কেরিয়ারের শুরুটা একেবারেই অধুর ছিল না স্বস্তিকার (swastika ghosh)। একটা সময় রাঘদীঘি থেকে নিয়মিত যাতায়াত করে অডিশন দিতে আসতেন এবং একের পর এক রাত স্টেশনেই কাটিয়ে দিতেন। শুধু নিজেকে প্রতিষ্ঠা করার অদম্য জেদ চেপে গিয়েছিল তাঁর মনে। আর তার ফলেই আজ ইন্ডাস্ট্রিতে নিজের এই জায়গাটা ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি।

    বর্তমানে তাঁর এই কেরিয়ারের দীর্ঘ স্ট্রাগলের ফলস্বরূপ নিজের স্বপ্নপূরণ করলেন স্বস্তিকা (swastika ghosh)। কিনলেন নিজের গাড়ি। সাদা রঙের বলেনো গাড়ি কিনে তা স্যোশাল মিডিয়ায় শেয়ার করলেন স্বস্তিকা। সেইসঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘ফাইনালি আমি আমার পক্ষীরাজকে পেয়ে গিয়েছি’। স্যোশাল মিডিয়ায় পক্ষীরাজের ছবি শেয়ার করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সিসঙ্গে আসতে থাকে শুভেচ্ছা বার্তাও। কো-স্টার দিব্যজ্যোতি দত্ত থেকে শুরু করে রূপাঞ্জনা মিত্র, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।