Skip to content

এক চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে প্রায় দেড় বছর পর ছোট পর্দায় ফিরছেন ‘রাধিকা’, স্পেশাল তালিম নিচ্ছেন স্বস্তিকা

    img 20221117 141800

    শেষ তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’-এ। তারপর মাঝে কেটে গিয়েছে প্রায় দেড়টা বছর। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, আবারও ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। তবে গতানুগতিক ধারাবাহিকের গল্প থেকে বেরিয়ে কিছুটা অন্য স্বাদের হতে চলেছে এই ধারাবাহিক- এমনটাই জানালেন অভিনেত্রী।

    প্রথমটায় নতুন কাজের খবর নেই বলে জানালেও, কিছুদিন পর এই ধারাবাহিকের কথা নিজেই জানালেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। আবারও জি বাংলার পর্দায় তাঁর আসন্ন ধারাবাহিক সম্পর্কে জানালেন, ‘আর পাঁচটা সাধারণ গল্পের মত নয়, এই ধারাবাহিকের গল্প’।

    img 20221117 141830

    শোনা গিয়েছে একজন ভেন্ট্রিলোকুইস্টের (Ventriloquist) চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। যা বাংলা তো দূরস্তর, হিন্দিতেও এখনও অবধি এমন কোন ধারাবাহিক দেখা যায়নি। এক সাক্ষাৎকারে স্বস্তিকা দত্ত (Swastika Dutta) জানান, ‘কিছুটা ব্যবধানের পর আবারও কাজে ফিরে এমন একটি চরিত্র পেয়ে বেশ ভালো লাগছে। এখন থেকেই নিয়মিত কণ্ঠস্বরের তালিম নিতে হচ্ছে’।

    জানিয়ে রাখি, এই ধারাবাহিকে স্বস্তিকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টেলি অভিনেতা শুভঙ্কর সাহাকে (Subhankar Saha)। ‘জড়োয়ার ঝুমকো’ খ্যাত এই অভিনেতা মাঝে কিছুদিন টেলিভিশন পর্দা থেকে উধাও হয়ে যাওয়ার পর, আবারও ফিরছেন ছোটপর্দায়। বাবু বনিক, শশী সুমিত প্রোডাকশনের হাত ধরে ১৬ এবং ১৭ ই নভেম্বর এই ধারাবাহিকের প্রোমো শ্যুটিং হওয়ার পর ডিসেম্বর থেকেই জি বাংলায় (zee bangal) রাত সাড়ে ৯ টায় দেখা যেতে পারে এই ধারাবাহিক।

    img 20221117 141715

    জানিয়ে রাখি, ভেন্ট্রিলোকুইজম (Ventriloquism) হল এমন একটা আর্টফর্ম যেখানে মঞ্চে দাঁড়িয়ে পুতুল হাতে নিয়ে কথা বলতে হয়। এইক্ষেত্রে একবার নিজের গলায় এবং অন্যবার নিজেদের গলার স্বর বদল করে পুতুলের গলায় কথা বলে থাকেন শিল্পীরা। প্রশিক্ষণ প্রাপ্ত ছাড়া যে কোন অভিনেতা কিংবা অভিনেত্রীর কাছেই এমন চরিত্র বেশকিছুটা চ্যালেঞ্জের।