Skip to content

মূলস্রোতে ফিরলেও, আজও হতে হচ্ছে বৈষম্যের শিকার! ব্রান্ডেড কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সানি লিওনি

    একটা সময় জীবনে চলার পথটা ছিল অন্ধকারে। বেশকিছুটা সময় সেখানে কাটানোর পর, পর্ন ফিল্ম ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন একসময়ের বিখ্যাত পর্নস্টার সানি লিওনি (Sunny Leone)। পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে ছিন্ন করেছেন সবরকম সম্পর্ক। বর্তমানে স্বামী, ৩ সন্তান নিয়ে চুটিয়ে সংসারও করছেন তিনি। জানিয়ে রাখি, ২০১১ সালে বিখ্যাত ব্যবসায়ী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সংসার জীবনের সূচনা করেন সানি লিওনি।

    অন্ধকারের পথ ছেড়ে রণদীপ হুডা এবং অরুণোদয় সিং এর হাত ধরে ইরোটিক থ্রিলার ‘জিসম ২'(Jism 2)-র অংশ হয়ে বলিউডে নিজের অভিনয় দক্ষতার প্রকাশ ঘটান সানি। এরপর ধীরে ধীরে জমকালো পারফরম্যান্স থেকে শুরু করে রিয়েলিটি শোতে অভিনয় করতে দেখা গিয়েছে সানি লিওনিকে (Sunny Leone)। যার ফলে ইতিমধ্যেই একটা বিশাল ফ্যানবেস তৈরিও হয়ে গিয়েছে সানি লিওনির (Sunny Leone)।

    তবে মূলস্রোতে ফিরলেও, আজও তাঁকে তাঁর ফেলে আসা দিনের জন্য বৈষম্যের শিকার হতে হচ্ছে বলে আক্ষেপ করেন এই অভিনেত্রী। অভিনয় দক্ষতার প্রকাশ ঘটিয়ে বলি ইন্ডাস্ট্রিতে নিজের একটা শক্ত জায়গা করে নিলেও, তাঁকে যে আর পাঁচজন তারকার মত দেখা হয় না, তাও দুঃখ করে জানালেন সানি লিওনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি লিওনি বলেন, ‘এমন অনেক কোম্পানি রয়েছে, যারা চায়না তাঁদের সঙ্গে আমি কাজ করি। এমন অনেক ব্র্যান্ড রয়েছে যারা তাঁদের পোশাক বা মেক-আপ আমাকে সরবরাহ করে না। এই দেশে এমন কোন বিজ্ঞাপন ব্র্যান্ড নেই, যারা আমাকে তাঁদের বিজ্ঞাপনে নেবে। এটা খুবই কষ্ট দেয় আমাকে’।

    এখানেই শেষ নয়, অভিনেত্রী আক্ষেপ করে আরও বলেন, ‘এমন অনেক ব্র্যান্ড রয়েছে যারা তাদেরই অনুষ্ঠানে পরার জন্য তাঁদের পোশাক আমাকে দেয় না। কারণ তারা মনে করেন, আমি এখনও অতবড় অভিনেত্রী হয়ে উঠতে পারিনি। তবে আমিও হাল ছাড়িনি। নিজের মেকআপ এবং পোশাকের লাইন তৈরি করেছি’।