Skip to content

সানি দেওলের ভিসার উপর আজীবন নিষেধাজ্ঞা জারী পাক সরকারের! কিন্তু কেন?

  img 20230105 111403

  বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন সানি দেওল (sunny deol)। অভিনেতা ধর্মেন্দ্রের বড় ছেলে সানি দেওল নিজের অভিয় দক্ষতার জোরেই বিটাউনে নিজের একটা শক্তিশালী জায়গা তৈরি করে নিয়েছেন। একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহল থেকে কুড়িয়েছেন সুনাম। তবে জানেন কি এই ভারতীয় অ্যাকশন হিরো কোনদিনই পাকিস্তানে (paksiatn) যেতে পারবেন না?

  শুনতেন অবাক লাগলেও,বাস্তবে ঠিক এমনই ঘটনা ঘটেছে বলি অভিনেতা সানি দেওলের সঙ্গে। শুধু তাই নয়, তাঁর ভিসার উপর আজীবন নিষেধাজ্ঞা জারি করে রেখেছে পাকিস্তান সরকার। অভিনয়ের জন্য সারা বিশ্বে খ্যাতি অর্জন করলেও, প্রতিবেশি দেশ পাকিস্তানে কোনদিন পা রাখতে পারবেন না বলি অভিনেতা সানি দেওল।

  img 20230105 111234

  এর কারণ হিসাবে উঠে এসেছে, অদ্ভুত এক বিষয়। চলচ্চিত্র জীবনে বশকিছু দেশাত্মবোধক চলচ্চিত্রে দুর্দান্ত অভিয় করতে দেখা গিয়েছে সানি দেওলকে। একটা সময় দেশাত্মবোধক ছবি তৈরির প্রসঙ্গ উঠলেও, নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন সানি দেওল। ‘বর্ডার’, ‘গদর’, ‘দ্য হিরো’ এবং ‘মা তুঝে সালাম’র মত চলচ্চিত্রে প্রাণ দ্যে অভিনয় করে দেখা গিয়েছে এই অভিনেতাকে। আর সেই কারণের জন্যই প্রতিবেশি শত্রু দেশ পাকিস্তানের দরজা তাঁর কাছে চিরজীবনের মত বন্ধ হয়ে গিয়েছে।

  img 20230105 111215

  আসলে এই সকল চলচ্চিত্রে তাঁর ভরপুর দেশপ্রেম এবং পাকিস্তানের প্রতি ঘৃণা বর্ষণ করতে দেখা গিয়েছে। সেইসঙ্গে চলচ্চিত্রের প্রেক্ষাপটের সঙ্গে মিল করে তাঁর মুখে পাক বিরোধী বাঘা বাঘা সংলাপ, এসবের কারণেই সানি দেওল অভিনীত যে কোন চলচ্চিত্র একদিকে যেমন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানে, তেমনই অন্যদিকে এই অভিনেতাকেও নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। শুধুমাত্র মুখের কথাই নয়, পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতীয় বলি অভিনেতা সানি দেওলের ভিসার উপর আজিবন নিষেধাজ্ঞা জারী করাও হয়ছে।