Skip to content

হার মানবে দীপিকা, আলিয়াও! সুনীল শেট্টির হবু বউমার গ্ল্যামারের কাছে খুবই নগণ্য বলি কুইনরা

    img 20230207 214453

    কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন বলি অভিনেতা সুলীন শেট্টির (sunil shatty) মেয়ে আথিয়া শেট্টি এবং ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল। এই বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় নানা আলোচনা হতে দেখা গিয়েছে। এবার সংবাদ শিরোনামে উঠলেন সুনীল শেট্টির ছেলে অহন শেট্টি (Ahan Shetty) এবং তাঁর বান্ধবী অর্থাৎ শেট্টি পরিবারের হবু বউমা তানিয়া শ্রফ (Tania Shroff)।

    বেশকিছুদিন ধরেই একে অপরকে ডেট করছেন তানিয়া এবং অহন। ভালোবাসাকে লুকিয়ে রেখে নয়, তাঁদের মধ্যেকার ভালোবাসাকে সবার সামনে তুলেও ধরছেন তানিয়া এবং অহন। এমনকি শেট্টি পরিবারের প্রায় সকল অনুষ্ঠানেই দেখা যায় তানিয়াকে। সম্প্রতি আথিয়ার বিয়েতেও দেখা গিয়েছিল তাঁকে।

    img 20230207 214514

    এনারা দুজনেই নিজেদের স্যোশাল মিডিয়া সাইটে একজন আর একজনের ছবি শেয়ার করে থাকেন। এমনকি তাঁরা ঘুরতে ভালোবাসেন বলে, বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে ঘুরে বেরানোর নানা ছবি দেখা যায়। বর্তমান সময়ে মেয়ের বিয়ের পর সুনীল শেট্টির ছেলের বিয়ে নিয়েও নানা জল্পনা কল্পনা চলছে।

    আথিয়ার বিয়েতে তানিয়ার আনন্দের ভঙ্গি দেখেই বোঝা গিয়েছিল, এই পরিবারের সঙ্গে খুব শীঘ্রই তাঁরও নাম জুড়তে চলেছে। জানিয়ে রাখি, ২৪ বছর বয়সী তানিয়া শ্রফ একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। স্যোশাল মিডিয়াতে প্রায়শই নিজের কর্মকান্ডের নানান ছবি শেয়ার করেন। তবে সৌন্দর্য্যের দিক থেকে কোন অংশে কম নন তানিয়া শ্রফ।

    img 20230207 214550

    জানিয়ে রাখি, গত ২৩ শে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেতা ‘সুনীল শেট্টি’র মেয়ে অভিনেত্রী আথিয়া শেট্টি এবং ক্রিকেটার কে.এল রাহুল। এই বিয়ে নিয়ে একাধারে বলিপাড়া এবং অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের মধ্যে বেশ উত্তেজনা লক্ষ্য করা গিয়েছিল।

    এই বিশেষ অনুষ্ঠানে, সেলিব্রিটি এবং ভক্তরা এই দম্পতিকে তাঁদের বিয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। অভিনেত্রী আলিয়া ভাট, কারিনা কাপুর, অনুষ্কা শর্মা, কারিশমা কাপুর, করণ জোহর, কার্তিক আরিয়ান এবং ভিকি কৌশলে’র মতো অনেক সেলিব্রিটি তাঁদের নিজস্ব ভঙ্গিতে আথিয়া এবং কে.এল রাহুলের জুটিকে অভিনন্দন জানিয়েছিলেন।