এযেন এক রূপকথার গল্প। ভালোবাসা পূর্ণতা পাওয়ার আগেই পৃথিবী ছেড়ে চির বিদায় নিলেন প্রেমিকা। অসম্পূর্ণ এই প্রেমের কাহিনী আজ সবার মুখে মুখে। নিজ হাতেই নিয়ে এসেছিলেন, চেয়েছিলেন সুস্থ করে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু শেষরক্ষা হল না। টানা ২০ দিন কঠিন লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী “ঐন্দ্রিলা শর্মা” (Aindrila Sharma)। একা করে চলে গেলেন তাঁর কাছের মানুষ ও ভালোবাসার বিশেষ মানুষ, তার প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী’কে (Sabyasachi Chowdhury)।
গত রবিবার বেলা ১২ টা ৫৯ মিনিটে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কোলে ঢোলে পড়েন অভিনেত্রী ঐন্দ্রিলা।প্রেমিকার জীবন মরণ যুদ্ধে প্রতিটা মুহূর্তেই ঐন্দ্রিলার পাশে ছিলেন তাঁর প্রেমিক সব্যসাচী। অভিনেত্রীর মৃত্যুতে শোকস্ত গোটা টলিউড এবং বঙ্গবাসী। তবে ঐন্দ্রিলা’র অকাল মৃত্যুর পর কেমন আছেন প্রেমিক সব্যসাচী?
গতদিন সব্যসাচীর বিষয়ে তার বন্ধু ‘সৌরভ দাস’ জানান, “ঝুমুর” ধারাবাহিকের সেটে ২০১৭ সালে আলাপ হয় ওদের দুজনের। যদিও ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’এ একদমই বিশ্বাস ছিল না ঐন্দ্রিলা’র। তাদের সম্পর্কের শুরুটা হয়েছিল বন্ধুত্বের হাত ধরেই’। সৌরভ এও জানান, ‘ঐন্দ্রিলা চলে যাওয়ার পর খুবই ভেঙ্গে পড়েছে সব্য। মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে ঐন্দ্রিলার পরিবারও।
আমি ওকে বলেছি একফোঁটাও চোখের জল না ফেলে ঐন্দ্রিলার পরিবারের পাশে দাঁড়াতে’। এছাড়াও সৌরভের কাছ থেকে জানা যায়, এতদিন ধরে স্যোশাল মিডিয়ায় ঐন্দ্রিলার স্বাস্থ্যের খোঁজ-খবর ভাগ করে নিচ্ছিল সব্যসাচী। তাই আপনারা যদি ভাবেন ও এখনও ফেসবুকে পোস্ট করবে, তাহলে ভুল ভাবছেন। যে “মিষ্টি”র কথাতে লিখতে শুরু করেছিল, সেই আর না থাকায় ঐন্দ্রিলাকে নিয়ে আর কিছু লিখবে না বলেই জানিয়েছে সব্য’।